বাসে বোমা: আইএসের সঙ্গে জড়িত দুইজনের মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান
তিন বছর আগে তীর্থযাত্রীদের বহন করা একটি বাসে বোমা হামলার দায়ে দুই ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করার কথা জানিয়েছে ইরান।
২০২৩ সালে শিয়া সংখ্যাগরিষ্ঠ দেশটিতে হওয়া ওই হামলায় এক শিশু নিহত ও একাধিক ব্যক্তি আহত হয়েছিল। হামলার শিকার বাসটি তেহরান থেকে ইরাক সীমান্তবর্তী প্রদেশ ইলামের দিকে যাচ্ছিল।
যে দুই ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে তারা মধ্যপ্রাচ্যভিত্তিক সুন্নি জঙ্গিগোষ্ঠী আইএসের সঙ্গে জড়িত ছিল বলে শনিবার ইরানের বিচারবিভাগ সংশ্লিষ্ট বার্তা সংস্থা মিজানের প্রতিবেদনের বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
ওই দুই ব্যক্তি বাসে বোমাটি পেঁতেছিল, বলছে মিজান।