বাড্ডায় ছাদ থেকে পড়ে ব্যাংক কর্মকর্তার মৃত্যু
রাজধানীর উত্তর বাড্ডার এলাকার একটি ভবনের ছাদ থেকে নিচে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে।
শুক্রবার বিকালে লাশ উদ্ধার করে পুলিশ বলছে, তাদের প্রাথমিক ধারণা ছাদ থেকে লাফিয়ে পড়ে ৩০ বছর বয়সী সুবীর বিশ্বাস ‘আত্মহত্যা করেছেন।
অবিবাহিত সুবীরের বাড়ী মাদারীপুর জেলার রাজৈর উপজেলার বাউনগতি এলাকায়। তিনি জনতা ব্যাংকের জুনিয়র অফিসার হিসাবে নারায়নগঞ্জ শাখায় কাজ করতেন।
জাতীয় জরুরি সেবা ৯৯৯ খবর পেয়ে পুলিশ ভবনের নিচ থেকে সুবীররের মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক বলেন, অনেক আগেই তার মৃত্যু হয়েছে। এরপর মরদেহ ঢাকা মেডিকেলের মর্গে পাঠিয়েছে পুলিশ।
ওসি নাসিরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সুবীর মানসিক অসুস্থতার কারণে চিকিৎসার জন্য ঢাকায় বোনের বাড়িতে উঠেছিলেন।
"তার বোন আমাদের বলেছেন কোনো এক সময়ে তার ভাই ছাদে যায় এবং ছাদ থেকে লাফ দেয়।"
এরপরেও বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে পুলিশের এই কর্মকর্তা বলেন।