ফরিদপুরে বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে নিহত ২
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১০ জন।
শনিবার সকাল ১০টার দিকে উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কে নওপাড়া প্রাণিসম্পদ অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন ভাঙ্গা হাইওয়ে থানার ওসি মো. হেলাল উদ্দিন।
তবে প্রাথমিকভাবে নিহতদের নাম পরিচয় নিশ্চিত হতে পারেনি পুলিশ।
ওসি মো. হেলাল বলেন, সকালে বরিশাল থেকে ঢাকাগামী একটি বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই ট্রাকের হেলপারের মৃত্যু হয়।
এ সময় আহত ১১ জনকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে আরও একজনের মৃত্যু হয়। অন্য আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ওসি আরও বলেন, নিহত দুজনের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।