শনিবার ২৪ জানুয়ারি ২০২৬, মাঘ ১১ ১৪৩২, ০৫ শা'বান ১৪৪৭

ব্রেকিং

তারেক রহমানের চট্টগ্রামের প্রচারাভিযান রোববার চাঁদাবাজি-আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মুছাব্বির হত্যাকাণ্ড: ডিবি পোস্টাল ব্যালটে সিল দিয়ে `দ্রুত` পোস্ট অফিসে জমা দিন: ইসি যে কোনো হামলাকে ‘সর্বাত্মক যুদ্ধ’ হিসেবে গণ্য করবে ইরান প্রশান্ত মহাসাগরে মাদকবাহী নৌযানে মার্কিন হামলা, নিহত ২ ইউক্রেনে রুশ হামলায় নিহত ১, আহত ১৫ দিল্লির সংবাদ সম্মেলনে অডিও বার্তায় ইউনূসকে তীব্র আক্রমণ হাসিনার জীবন যাবে, কিন্তু অন্যায়ের কাছে মাথা নত করব না: জামায়াত আমির ভোটের লড়াইয়ে ৭৬ নারী প্রার্থী, হিজড়া একজন ট্রাম্পের শুল্ক খড়্গ: ‘সবচেয়ে বড় চুক্তি’র পথে ভারত ও ইইউ আবু ধাবিতে রাশিয়া, ইউক্রেইনের মধ্যে বিতর্কিত আঞ্চলিক বিষয় নিয়ে আলোচনা তানজিদের রেকর্ড-গড়া সেঞ্চুরিতে চট্টগ্রামকে গুঁড়িয়ে শিরোপা রাজশাহীর

রাজনীতি

আমরা কারো লাল চোখকে ভয় করি না: জামায়াত আমির

 প্রকাশিত: ১৩:৫৭, ২৪ জানুয়ারি ২০২৬

আমরা কারো লাল চোখকে ভয় করি না: জামায়াত আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা কারো লাল চোখকে ভয় করি না। আমরা কারো ওপর খবরদারি করতে চাই না। আবার আমাদের দেশের ওপর কেউ খবরদারি করুক, সেটাও সহ্য করব না।

শনিবার (২৪ জানুয়ারি) সকালে গাইবান্ধার পলাশবাড়ী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ১০ দলীয় জোটের নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।

উত্তরাঞ্চলের নদীগুলোকে ধ্বংস করে ফেলা হয়েছে উল্লেখ করে জামায়াত আমির বলেন, আপনাদের সমর্থনে আল্লাহর রহমতে সুযোগ পেলে আমরা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করব। নদীর জীবন ফিরে এলে উত্তরাঞ্চলের মানুষের জীবনও ফিরে আসবে।

তিনি বলেন, আমরা দুর্নীতি ও চাঁদাবাজদের রুখে দেব। একই সঙ্গে চাঁদাবাজদের ভয় না পাওয়ার আহ্বান জানিয়ে বলেন, আমরা কাউকে ভাতা নয়, কাজ দেব।

আপনাদেরও কাজ দেব। আপনাদের সম্পদে পরিণত করতে চাই।

মানসম্মত স্বাস্থ্যসেবা ও কর্মসংস্থান দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ডা. শফিকুর রহমান বলেন, এই মাটিকে আমরা ভালোবাসি। এ কারণেই শত জুলুমের পরও আমরা কোথাও চলে যাইনি।

আল্লাহ সুযোগ দিলে আমরা আপনাদের সঙ্গে নিয়ে চলতে চাই। মায়েদের নিরাপত্তা নিশ্চিত করতে চাই।

বক্তব্য শেষে ডা. শফিকুর রহমান গাইবান্ধা জেলার পাঁচটি সংসদীয় আসনের ১০ দলীয় জোটের প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেন।

তবে এসব আসনের সবকটিতেই জামায়াত মনোনীত প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন। জোটভুক্ত অন্য কোনো দলের প্রার্থী নেই।

প্রতীক হস্তান্তরের সময় তিনি বলেন, এই পাঁচজনকে আপনাদের কাছে আমানত হিসেবে রেখে গেলাম। এই আমানত আপনারা আমাদের উপহার হিসেবে ফিরিয়ে দেবেন।

নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে ঢাকার বাইরে শুক্রবার থেকে ১০ দলীয় জোটের সমাবেশ শুরু হয়। প্রথম দিন পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর ও রংপুরে সমাবেশে বক্তব্য দেন ডা. শফিকুর রহমান। শনিবার তিনি গাইবান্ধা, বগুড়া, সিরাজগঞ্জ ও পাবনায় নির্বাচনী প্রচারণা সমাবেশে অংশ নিচ্ছেন।