শনিবার ২৪ জানুয়ারি ২০২৬, মাঘ ১১ ১৪৩২, ০৫ শা'বান ১৪৪৭

আন্তর্জাতিক

আবু ধাবিতে রাশিয়া, ইউক্রেইনের মধ্যে বিতর্কিত আঞ্চলিক বিষয় নিয়ে আলোচনা

 প্রকাশিত: ১১:১৯, ২৪ জানুয়ারি ২০২৬

আবু ধাবিতে রাশিয়া, ইউক্রেইনের মধ্যে বিতর্কিত আঞ্চলিক বিষয় নিয়ে আলোচনা

রাশিয়া ও ইউক্রেইনের আলোচকরা গুরুত্বপূর্ণ আঞ্চলিক সমস্যা সমাধানের লক্ষ্যে শুক্রবার আবু ধাবিতে আলোচনায় বসেছিলেন কিন্তু সমঝোতার কোনো লক্ষণ দেখা যায়নি। এদিকে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা প্রায় চার বছর ধরে চলা যুদ্ধে ইউক্রেইনকে সবচেয়ে কঠিন বিদ্যুৎ সংকটে ঠেলে দিয়েছে।

২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার পূর্ণ মাত্রার আক্রমণের মধ্য দিয়ে ইউক্রেইন যুদ্ধ শুরু হয়েছিল। এ লড়াই বন্ধে রাশিয়ার সঙ্গে একটি শান্তি চুক্তিতে পৌঁছানোর জন্য ইউক্রেইনের ওপর প্রবল চাপ তৈরি করেছে যুক্তরাষ্ট্র। কিন্তু মস্কো দাবি করেছে, তারা লড়াই বন্ধ করার আগে কিইভ তাদের পূর্বাঞ্চলীয় শিল্পাঞ্চল দনবাসের পুরোটা রাশিয়াকে ছেড়ে দেউক।

ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, রাশিয়া, ইউক্রেইন ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের মধ্যে চলা ত্রিপক্ষীয় এই আলোচনার কেন্দ্রীয় বিষয় এখন এই অঞ্চলগত বিরোধ।

শনিবার এই আলোচনা শেষ হওয়ার কথা রয়েছে, জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

টেলিগ্রাম অ্যাপে এক বিবৃতিতে জেলেনস্কি বলেছেন, “সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল রাশিয়াকে এই যুদ্ধ শেষ করার জন্য প্রস্তুত হতে হবে যা তারাই শুরু করেছিল।”

তিনি আরও জানান, ইউক্রেইনের আলোচকদের সঙ্গে তার নিয়মিত যোগাযোগ আছে, তবে শুক্রবারের আলোচনা নিয়ে কোনো উপসংহারে আসার সময় এখনও হয়নি।

“দেখা যাক আগামীকাল আলোচনা কেমন হয় আর ফলাফল কী দাঁড়ায়,” বলেছেন তিনি।