শনিবার ২৪ জানুয়ারি ২০২৬, মাঘ ১১ ১৪৩২, ০৫ শা'বান ১৪৪৭

রাজনীতি

জীবন যাবে, কিন্তু অন্যায়ের কাছে মাথা নত করব না: জামায়াত আমির

 প্রকাশিত: ১১:১৭, ২৪ জানুয়ারি ২০২৬

জীবন যাবে, কিন্তু অন্যায়ের কাছে মাথা নত করব না: জামায়াত আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দেশের এক ইঞ্চি জমির সম্মানও আমরা কারও কাছে বন্ধক রাখব না। যেভাবে আবু সাঈদেরা বুক পেতে দিয়েছিলেন, সেভাবেই আমরাও বুক পেতে দিতে প্রস্তুত। আমরা কথা দিচ্ছি-জীবন যাবে, কিন্তু অন্যায়ের কাছে মাথা নত করব না।

শনিবার (২৪ জানুয়ারি) সকালে জুলাই আন্দোলনের প্রথম শহীদ রংপুরের পীরগঞ্জ উপজেলার শহীদ আবু সাঈদের কবর জিয়ারত শেষে এসব কথা বলেন তিনি।

এ সময় তিনি শহীদ আবু সাঈদের বাবা-মা ও পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে সমবেদনা জানান। আবু সাঈদের হত্যাকারীদের উপযুক্ত শাস্তি দাবি করে তিনি বলেন, ‘আমরা আপনার সন্তানের স্বপ্ন বাস্তবায়নে কাজ করব।’

পরে গণমাধ্যমকে দেওয়া ব্রিফিংয়ে জামায়াত আমির বলেন, ‘আবু সাঈদেরা জীবন দিয়ে দেশের আমানত আমাদের কাছে রেখে গেছেন। আমরাও জীবন দিয়ে এসব আমানত রক্ষা করব।

’তিনি বলেন, ‘তাদের প্রত্যাশা ছিল একটি দুর্নীতিমুক্ত, বৈষম্যমুক্ত এবং ইনসাফভিত্তিক স্বাধীন বাংলাদেশ গড়া। আমাদের নিজস্ব কোনো স্বপ্ন নেই। তাদের স্বপ্নই আমাদের স্বপ্ন। সেই স্বপ্ন পূরণে আমরা কাজ করব।

’ডা. শফিকুর রহমান আরও বলেন, ‘কঠিন সংকটেও আমরা আপনাদের ছেড়ে যাইনি, পালাইনি। ভবিষ্যতেও পালাব না। পরিস্থিতি যাই হোক, আমরা আপনাদের সঙ্গেই থাকব।’

শনিবার সকালে জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মধ্য দিয়ে সফরের দ্বিতীয় দিনের কর্মসূচি শুরু করেন জামায়াত আমির।

নির্বাচনী প্রচারণা সূচি অনুযায়ী, সকাল ১০টায় গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় আয়োজিত জনসভায় অংশ নেওয়ার পর দুপুর ১২টায় বগুড়া শহরে এবং দুপুর আড়াইটায় বগুড়ার শেরপুর উপজেলায় জনসভায় বক্তব্য রাখবেন।

বগুড়ার কর্মসূচি শেষে বিকেল সাড়ে ৩টায় সিরাজগঞ্জ শহরে এবং বিকেল ৪টায় সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় নির্ধারিত জনসভায় অংশ নেওয়ার কথা রয়েছে।

সিরাজগঞ্জের কর্মসূচি শেষে সন্ধ্যা সাড়ে ৬টায় পাবনা জেলায় একটি নির্ধারিত জনসভায় অংশ নিয়ে প্রথম পর্বের সফরের দ্বিতীয় দিনের নির্বাচনী প্রচারণা শেষ করবেন তিনি।

নিজ দলীয় ও জোটভুক্ত প্রার্থীদের পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে বক্তব্য রাখবেন জামায়াত আমির।

পাবনার সমাবেশ শেষে সড়কপথে ঢাকায় ফেরার কথা রয়েছে ডা. শফিকুর রহমানের। জামায়াতের মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।