আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ ‘দেখছে না’ ইসি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিত নিয়ে কোনো ধরনের উদ্বেগ নেই বলে দাবি করেছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ।
মঙ্গলবার বিকালে সুইডিশ রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকের পর তিনি বলেন, তারা আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপতথ্য রোধসহ নির্বাচনের সার্বিক প্রস্তুতি জানতে এসেছিলেন। ইসির প্রস্তুতি জেনে সন্তোষ প্রকাশ করেছেন তারা।
রাষ্ট্রদূত নিকোলাস উইকসের নেতৃত্বে সুইডিশ প্রতিনিধি দল আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করেন।
আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ ও গণভোট হবে। বৃহস্পতিবার থেকে প্রার্থীদের প্রচার শুরু হবে।
নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদি গুলিবিদ্ধ হন এবং চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এরপর বিভিন্ন স্থানে চট্টগ্রামের রাউজানে বিএনপি ও জামায়াতের কর্মী খুন, শরীয়তপুরে বোমা বিস্ফোরণ, মব সহিংসতার বিভিন্ন ঘটনায় সপ্তাহ দুয়েক আগে নির্বাচন কমিশনের ‘সামান্য উদ্বেগ’ থাকার কথা বলেছিলেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।
তবে মঙ্গলবার সুইডিশ রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক শেষে নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ সাংবাদিকদের বলেন, “ঢাকাস্থ সুইডিশ রাষ্ট্রদূত এবং ফার্স্ট সেক্রেটারি (হিউম্যান রাইটস, ডেমোক্রেসি অ্যান্ড জেন্ডার ইকুইটি) আমাদের নির্বাচনের সার্বিক পরিস্থিতি জানার এবং আমাদের প্রস্তুতি, পদ্ধতি সম্পর্কে জানতে এসেছিলেন।
“আমরা নির্বাচন কমিশনের সার্বিক প্রস্তুতি, দল নিবন্ধন, আপিল পদ্ধতি কিভাবে হ্যান্ডেল করা সম্পর্কে তাদের জানিয়েছি।”
তিনি বলেন, নির্বাচন কমিশন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া ও অপতথ্য কীভাবে মোকাবিলা করা হচ্ছে এবং আইনশৃঙ্খলা নিয়ে কোনো উদ্বেগ আছে কিনা, জানতে চেয়েছেন।
রাষ্ট্রদূতসহ প্রতিনিধিরা ইসির সার্বিক প্রস্তুতির অগ্রগতি জেনে ‘সন্তোষ প্রকাশ করেছেন’ দাবি করে আখতার আহমেদ বলেন, “নির্বাচনে তাদের কোনো সহযোগিতা লাগবে কি না, এ বিষয়ে জিজ্ঞেস করেছেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি বিষয়ে জানতে চাইলে নির্বাচনে আমাদের আইন-শৃঙ্খলা বাহিনী মোতায়েনের পরিকল্পনা সম্পর্কে তাদের জানিয়েছি। এখনও পর্যন্ত আমাদের কোনো উদ্বেগ নেই; আমাদের মোতায়েন পরিকল্পনা জানিয়েছি।”
তিনি বলেন, এআই-এর অপব্যবহার রোধ ও অপতথ্য মোকাবিলায় ইসির একটি সমন্বয় সেল কাজ করছে।
২৫ জানুয়ারি নির্বাচন নিয়ে কমিশনের তরফে একটি সংবাদ ব্রিফিং করা হবে বলে ইসি সচিব বলেছেন।