গাজার বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে হামলার পরিকল্পনা করছে হামাস : যুক্তরাষ্ট্র

গাজার বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে হামলার পরিকল্পনা করছে হামাস।
মার্কিন পররাষ্ট্র দপ্তর শনিবার এ তথ্য জানিয়েছে। তারা বলেছে, তাদের কাছে ‘বিশ্বাসযোগ্য প্রতিবেদন’ আছে যে ফিলিস্তিনি গোষ্ঠী হামাস হামলার পরিকল্পনা করছে।
ওয়াশিংটন বলেছে হামাস হামলা করলে তা হবে ‘যুদ্ধবিরতি লঙ্ঘন।’
খবর বার্তা সংস্থা এএফপি’র।
মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে বলেছে, ‘ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে এই পরিকল্পিত আক্রমণ যুদ্ধবিরতি চুক্তির সরাসরি এবং গুরুতর লঙ্ঘন এবং মধ্যস্থতা প্রচেষ্টার মাধ্যমে অর্জিত উল্লেখযোগ্য অগ্রগতিকে ক্ষতিগ্রস্ত করবে।’
বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘হামাস যদি এই আক্রমণ চালিয়ে যায়, তাহলে গাজার জনগণকে সুরক্ষা এবং যুদ্ধবিরতির অখণ্ডতা রক্ষার জন্য ব্যবস্থা নেওয়া হবে।’
তবে বিবৃতিতে এই পদক্ষেপগুলোর কী কী প্রভাব পড়বে সে সম্পর্কে বিস্তারিত বলা হয়নি। যদিও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই সপ্তাহে বেসামরিক নাগরিকদের হত্যার জন্য হামাসকে হুমকি দিয়েছেন।
ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল নেটওয়ার্কে এক পোস্টে বলেছেন, ‘যদি হামাস গাজায় মানুষ হত্যা করতে থাকে, যা চুক্তিতে ছিল না, তাহলে আমাদের সেখানে গিয়ে তাদের হত্যা করা ছাড়া আর কোন উপায় থাকবে না।’ ‘আমরা’ বলতে তিনি কাকে কাকে বোঝাতে চেয়েছেন তা স্পষ্ট করেননি ট্রাম্প।
হামাস এবং ইসরাইল গত সপ্তাহে একটি শান্তি চুক্তিতে সম্মত হয়েছে। যার ফলে ইসরাইল গাজায় তাদের সামরিক আক্রমণ বন্ধ করে এবং ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলার পর ফিলিস্তিনি গোষ্ঠীর হেফাজতে থাকা জিম্মিদের মুক্তি দেয়।
চুক্তির প্রথম পর্যায়ে জীবিত বন্দীদের মুক্তি এবং নিহতদের আরও মরদেহ ফেরত দেওয়ার প্রক্রিয়া চলছে।
যুক্তরাষ্ট্র জানিয়েছে, তারা শান্তি চুক্তির গ্যারান্টর মার্কিন যুক্তরাষ্ট্র, মিশর, কাতার এবং তুরস্ককে ‘হামাসের আসন্ন যুদ্ধবিরতি লঙ্ঘন’ সম্পর্কে অবহিত করেছে।
এই সপ্তাহের শুরুতে, হামাস গাজার ধ্বংসপ্রাপ্ত শহরগুলোতে তাদের শক্তি আরও আরও জোরদার করেছে, এবং সন্দেহভাজন সহযোগীদের বিরুদ্ধে দমন-পীড়ন চালিয়েছে।
হামাস তাদের চ্যানেলে একটি ভিডিও প্রকাশ করেছে, যেখানে দেখা যাচ্ছে, চোখ বাঁধা ও মাটিতে হাঁটু গেড়ে থাকা আটজন সন্দেহভাজন ব্যক্তিকে গুলি করে হত্যা করা হচ্ছে। হামাস ওই ব্যক্তিদের ‘বিরোধীদের সহযোগী ও অপরাধী’ বলে আখ্যা দিয়েছে। ভিডিওটি সোমবার সন্ধ্যায় ধারণ করা হয়েছে বলে জানা গেছে।