রোববার ১৯ অক্টোবর ২০২৫, কার্তিক ৪ ১৪৩২, ২৬ রবিউস সানি ১৪৪৭

ব্রেকিং

ইসির চাপিয়ে দেওয়া প্রতীক নেবে না এনসিপি: হাসনাত আব্দুল্লাহ বাড়ি ভাড়া ৫ শতাংশ প্রত্যাখ্যান, শিক্ষকদের আন্দোলন চলবে যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ বিক্ষোভে মানুষের ঢল আত্মসমর্পণের পর ঢাকা মহানগর বিএনপি নেতা মোশাররফ কারাগারে শাহজালালে অগ্নিকাণ্ডের ক্ষয়ক্ষতি নিরূপণে কমিটি গঠন ব্রাজিলে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত অন্তত ১৭ গাজায় যুদ্ধবিরতি লঙ্ঘন করে এক পরিবারের ১১ ফিলিস্তিনিকে হত্যা ইসরায়েলের পর্যটকরা নভেম্বর থেকে সেন্টমার্টিন যেতে পারবেন: পরিবেশ উপদেষ্টা আসামিকে কনডেমড সেলে রাখা নিয়ে আপিল শুনানি ২৮ অক্টোবর অনশনের মধ্যেই এমপিওভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া আরেকটু বাড়ল

জাতীয়

আগুন নিভে বেরিয়ে আসছে ক্ষত চিহ্ন

 প্রকাশিত: ১২:২৮, ১৯ অক্টোবর ২০২৫

আগুন নিভে বেরিয়ে আসছে ক্ষত চিহ্ন

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন নেভার পর দগদগে ক্ষতচিহ্ন বেরিয়ে আসছে।

রোববার (১৯ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে কার্গো ভিলেজের পাবলিক টয়লেট এলাকায় সামান্য ধোয়া দেখা গেছে।

দুর্ঘটনাস্থলে কাউকে যেতে দেওয়া হচ্ছে না। তবে ফায়ার সার্ভিসের একটি ভিডিওতে দেখা যায়, কার্গো ভিলেজ বিভিন্ন অংশ পুড়ে গেছে। পুড়ে যাওয়া মালামালগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে। আর দেখা যাচ্ছে ফায়ার সার্ভিসের নানা সরঞ্জাম।  

ফায়ার সার্ভিস সূত্র জানায়, সবার অক্লান্ত পরিশ্রমে স্বাভাবিক হয়ে আসছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের চিত্র। সহযোগিতায় পাশে থাকা সব বাহিনীর সদস্য ও স্বেচ্ছাসেবকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ। যদিও ফুটে উঠছে দুর্ঘটনাস্থলের ক্ষতচিহ্ন, তবু এ ভয়াবহ আগুনের সমাপ্তি করার দ্বারপ্রান্তে ফায়ার সার্ভিস।

শনিবার (১৮ অক্টোবর) দুপুর আনুমানিক ২টা ১৫ মিনিটের দিকে বিমানবন্দরের কার্গো এলাকায় আকস্মিকভাবে আগুন লাগে। শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন অনেকটা নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। অগ্নিকাণ্ডের ঘটনায় ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে।

বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুনের ঘটনা তদন্তে দুটি তদন্ত কমিটি গঠন করেছে সরকার। এসব কমিটি অগ্নিকাণ্ডের কারণ, ক্ষয়ক্ষতি ও দায়দায়িত্ব নির্ধারণ করবে।