ব্রাহ্মণবাড়িয়ায় কাইজলা বিলে টর্নেডোর কুণ্ডলী! |
ব্রাহ্মণবাড়িয়ায় কাইজলা বিলে টর্নেডোর কুণ্ডলী
ব্রাহ্মণবাড়িয়ার একটি বিলে শুক্রবার (১০ অক্টোবর) বিকেলে টর্নেডোর কুণ্ডলীর দেখা মিলেছে উল্লেখ করে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। সদর ও বিজয়নগর উপজেলার মাঝামাঝি অবস্থিত কাইজলা বিলে এ কুণ্ডলীর দেখা মিলে বলে অনেকে ফেসবুকে লিখেছেন। এতে ক্ষয়ক্ষতির কোনো ঘটনা ঘটেনি বলেও উল্লেখ করা হয়।
আজ রাত ৯টায় এ বিষয়ে নিশ্চিত হওয়া যায়।
দুই উপজেলা প্রশাসনের পক্ষ থেকেই এ নিয়ে খোঁজ নিয়ে নিশ্চিত করা হয়। তারা ভিডিও ভাইরালের বিষয়টি সম্পর্কে অবগত আছেন উল্লেখ করে কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছেন।
এর আগে এ বছরের ৬ মে জেলার নাসিরনগর উপজেলার গোকর্ণ ইউনিয়নের জেঠা গ্রামের আকাশি বিলে টর্নেডোর কুণ্ডলীর দেখা মিলে। তবে তখন কোনো ধরনের ক্ষতি হয়নি।ওই কুণ্ডলীর ভিডিওটিও ফেসবুকে মুহূর্তেই ছড়িয়ে পড়ে।
শুক্রবার বিকেলের ঘটনা সম্পর্কে একাধিক সূত্র ফেসবুকে উল্লেখ করে, কাইজলা বিল থেকে হঠাৎ করে কুণ্ডলী মতো উঠতে শুরু করে। দেখে মনে হচ্ছিল পানির মতো কিছু ওপরের দিকে উঠছে। মুহূর্তেই এটি অনেক ওপরের দিকে উঠে আবার নিচে মিশে যায়।
ফেসবুকে যারা এ ভিডিও পোস্ট করেছেন তাদের সবাই বলেছেন, এটি তারা কারো কাছ থেকে সংগ্রহ করেছেন। ভিডিওটি কাইজলা বিল এলাকার বলে তারা জানতে পেরেছেন। ভিডিওতে কোনো ধরনের ক্ষয়ক্ষতির ঘটনা দেখা যায়নি।
বিজয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাধনা ত্রিপুরা বলেন, ‘কাইজলা বিলে টর্নেডোর কুণ্ডলী উঠে বলে ফেসবুকে ভিডিও ভাইরাল হয়। খোঁজ নিয়ে দেখলাম যেখানে এ ঘটনা ঘটে সেটি সদর উপজেলায় পড়েছে।কাইজলা বিলটি সদর ও বিজয়নগর উপজেলার অংশ জুড়ে পড়েছে। তবে এতে বিজয়নগর উপজেলার কোথাও কোনো ধরনের ক্ষতির খবর পাওয়া যায়নি।’
সদরের ইউএনও সিফাত মো. ইশতিয়াক ভূঁইয়া রাত সাড়ে ৮টার দিকে বলেন, ‘ভাইরাল হওয়া ভিডিও সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। ঘটনা ব্রাহ্মণবাড়িয়া সদরের কোথাও কি না সেটি বলা যাচ্ছে না। যেখানে ঘটনাস্থল বলা হচ্ছে সেখানকার লোকজনও নিশ্চিত করতে পারেনি। লোক পাঠিয়েও নিশ্চিত হওয়া যায়নি।’ তবে রাত ৯টার দিকে তিনি জানান, মাছিহাতা এলাকার লোকজন ওনাকে বলেছেন যে তিতাস নদীর পাড় থেকে এমন দৃশ্য তারা দেখতে পেয়েছেন।