রোববার ১৯ অক্টোবর ২০২৫, কার্তিক ৪ ১৪৩২, ২৬ রবিউস সানি ১৪৪৭

ব্রেকিং

ইসির চাপিয়ে দেওয়া প্রতীক নেবে না এনসিপি: হাসনাত আব্দুল্লাহ বাড়ি ভাড়া ৫ শতাংশ প্রত্যাখ্যান, শিক্ষকদের আন্দোলন চলবে যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ বিক্ষোভে মানুষের ঢল আত্মসমর্পণের পর ঢাকা মহানগর বিএনপি নেতা মোশাররফ কারাগারে শাহজালালে অগ্নিকাণ্ডের ক্ষয়ক্ষতি নিরূপণে কমিটি গঠন ব্রাজিলে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত অন্তত ১৭ গাজায় যুদ্ধবিরতি লঙ্ঘন করে এক পরিবারের ১১ ফিলিস্তিনিকে হত্যা ইসরায়েলের পর্যটকরা নভেম্বর থেকে সেন্টমার্টিন যেতে পারবেন: পরিবেশ উপদেষ্টা আসামিকে কনডেমড সেলে রাখা নিয়ে আপিল শুনানি ২৮ অক্টোবর অনশনের মধ্যেই এমপিওভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া আরেকটু বাড়ল

শিশু

খুলনায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

 প্রকাশিত: ১২:১৭, ১৯ অক্টোবর ২০২৫

খুলনায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

খুলনা, ১৮ অক্টোবর ২০২৫ (বাসস): জেলার খালিশপুরের আজ পুকুরের পানিতে ডুবে আমেনা খাতুন (৭) ও মোমিতা খাতুন (৮) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। 

আজ শনিবার বেলা ১টার দিকে খালিশপুর থানার গোয়ালখালী এলাকায় এই ঘটনা ঘটে।

মৃত শিশু আমেনা খাতুন খালিশপুর এলাকার নয়াবাটি টুটুলের মোড় এলাকার পলাশ বেপারীর মেয়ে এবং শিশু মোমিতা খাতুন একই এলাকার আজিজুলের মেয়ে। উভয় শিশু স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো শনিবারও বেলা সাড়ে ১২টার দিকে তারা বাড়ির পাশের গোয়ালখালীর জাহাজের মোড় সংলগ্ন একটি বালির পুকুরে গোসল করতে যায়। কিছুক্ষণ পর তাদের দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। পরে স্থানীয়রা পুকুরে এক শিশুর মরদেহ ভাসতে দেখে উদ্ধার করেন এবং কিছুক্ষণ পর সিঁড়ির খাদ থেকে অপর শিশুটির দেহ উদ্ধার করা হয়। আশঙ্কাজনক অবস্থায় দুই শিশুকে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। 

খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর আতাহার আলী জানান, আইনগত প্রক্রিয়া শেষে দুই শিশুর মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।