রোববার ১৯ অক্টোবর ২০২৫, কার্তিক ৪ ১৪৩২, ২৬ রবিউস সানি ১৪৪৭

ব্রেকিং

ইসির চাপিয়ে দেওয়া প্রতীক নেবে না এনসিপি: হাসনাত আব্দুল্লাহ বাড়ি ভাড়া ৫ শতাংশ প্রত্যাখ্যান, শিক্ষকদের আন্দোলন চলবে যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ বিক্ষোভে মানুষের ঢল আত্মসমর্পণের পর ঢাকা মহানগর বিএনপি নেতা মোশাররফ কারাগারে শাহজালালে অগ্নিকাণ্ডের ক্ষয়ক্ষতি নিরূপণে কমিটি গঠন ব্রাজিলে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত অন্তত ১৭ গাজায় যুদ্ধবিরতি লঙ্ঘন করে এক পরিবারের ১১ ফিলিস্তিনিকে হত্যা ইসরায়েলের পর্যটকরা নভেম্বর থেকে সেন্টমার্টিন যেতে পারবেন: পরিবেশ উপদেষ্টা আসামিকে কনডেমড সেলে রাখা নিয়ে আপিল শুনানি ২৮ অক্টোবর অনশনের মধ্যেই এমপিওভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া আরেকটু বাড়ল

জাতীয়

আত্মসমর্পণের পর ঢাকা মহানগর বিএনপি নেতা মোশাররফ কারাগারে

 প্রকাশিত: ১৪:৩৭, ১৯ অক্টোবর ২০২৫

আত্মসমর্পণের পর ঢাকা মহানগর বিএনপি নেতা মোশাররফ কারাগারে

এক যুগ আগের নাশকতার মামলায় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোশাররফ হোসেন খোকনের জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানো হয়েছে।

রোববার আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে শুনানি নিয়ে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকার মুখ্য মহানগর আদালত।

এদিন আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে মোশাররফ জামিন আবেদন করেন। শুনানি নিয়ে জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকার মহানগর হাকিম মেহেদী হাসান।

আসামির আইনজীবী রফিকুল ইসলাম খান বলেন, “২০১৩ সালে লেগুনা গাড়ি পোড়ানোর এক মামলায় মোশাররফ হোসেন খোকনকে সাড়ে তিন বছরের সাজা দেন ঢাকার একটি আদালত। অথচ এই গাড়ির কোনো অস্তিত্ব নেই।

“আজকে সেই মামলায় মোশাররফ হোসেন আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে আদালত আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।“

২০১৩ সালের নভেম্বরে নাশকতার অভিযোগে লালবাগ থানায় মামলাটি দায়ের করে পুলিশ।

২০১৫ সালের ৩১ সেপ্টেম্বর ৭৫ জনের নামে অভিযোগপত্র দাখিল করা হয়। পরের বছর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়। মামলার বিচার চলাকালে আদালত ২৩ সাক্ষীর মধ্যে ৭ জনের সাক্ষ্যগ্রহণ করে।

আসামিদের আত্মপক্ষ শুনানি, যুক্তিতর্ক উপস্থাপন শেষে ২০২৩ সালের ২৩ নভেম্বর ঢাকার তৎকালীন মহানগর হাকিম সাইফুল ইসলাম দুই ধারায় বিএনপির ৫০ নেতাকর্মীকে তিন বছর তিন মাস করে কারাদণ্ড দেন।