রোববার ১৯ অক্টোবর ২০২৫, কার্তিক ৪ ১৪৩২, ২৬ রবিউস সানি ১৪৪৭

ব্রেকিং

ইসির চাপিয়ে দেওয়া প্রতীক নেবে না এনসিপি: হাসনাত আব্দুল্লাহ বাড়ি ভাড়া ৫ শতাংশ প্রত্যাখ্যান, শিক্ষকদের আন্দোলন চলবে যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ বিক্ষোভে মানুষের ঢল আত্মসমর্পণের পর ঢাকা মহানগর বিএনপি নেতা মোশাররফ কারাগারে শাহজালালে অগ্নিকাণ্ডের ক্ষয়ক্ষতি নিরূপণে কমিটি গঠন ব্রাজিলে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত অন্তত ১৭ গাজায় যুদ্ধবিরতি লঙ্ঘন করে এক পরিবারের ১১ ফিলিস্তিনিকে হত্যা ইসরায়েলের পর্যটকরা নভেম্বর থেকে সেন্টমার্টিন যেতে পারবেন: পরিবেশ উপদেষ্টা আসামিকে কনডেমড সেলে রাখা নিয়ে আপিল শুনানি ২৮ অক্টোবর অনশনের মধ্যেই এমপিওভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া আরেকটু বাড়ল

আন্তর্জাতিক

অস্ট্রেলিয়ায় বিলাসবহুল হোটেলের পুলে কুমির

 আপডেট: ১৩:৫২, ১৯ অক্টোবর ২০২৫

অস্ট্রেলিয়ায় বিলাসবহুল হোটেলের পুলে কুমির

অস্ট্রেলিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় একটি বিলাসবহুল হোটেলের সুইমিংপুলে এই সপ্তাহান্তে একটি কুমির ডুব দিয়েছিল। 

সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা এক ভিডিওতে পোর্ট ডগলাসের শেরাটন গ্র্যান্ড মিরাজ রিসোর্টের পুলের নীচে শুয়ে থাকা কিশোর মাংসাশী প্রাণীটিকে দেখা গেছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

টিকটক ব্যবহারকারী লিসা কেলার একটি ভিডিওতে বলেছেন, ‘আমি কাউকে আতঙ্কিত করতে চাই না। তবে শেরাটন পুলে একটি কুমির আছে।’

সেখানে আঁশযুক্ত শিকারী প্রাণীটিকে দেখানো হয়েছে।

পুলের ধারে সান লাউঞ্জে অল্প কয়েকজন পর্যটককে আরাম করতে দেখা গেছে। যদিও কেউই পানিতে নামেনি।
কেলার বলেন, ‘বিষয়টিকে একজনও পাত্তা দেয়নি।’

ভিডিওটি হোটেলের ওয়েবসাইটে পুলের ছবিগুলোর সঙ্গে মিলেছে।

হোটেল ম্যানেজার জোসেফ আমেরিও বলেন, শনিবার ভোরে কুমিরটিকে দেখা গেছে এবং কুইন্সল্যান্ড রাজ্যের বন্যপ্রাণী কর্মকর্তারা বিকেলে এটি সরিয়ে না দেওয়া পর্যন্ত পুলটি ঘিরে রাখা হয়েছিল।

তিনি আরো বলেন, ‘কোনও সময়েই অতিথি ও বাচ্চা প্রাণীটি একই সাথে পুলে ছিল না।’

অস্ট্রেলিয়ার উত্তরাঞ্চল জুড়ে ১ লাখেরও বেশি নোনা পানির এবং কম আক্রমণাত্মক মিঠা পানির কুমির বাস করে বলে অনুমান করা হয়।