ক্ষমতায় যাওয়ার অপেক্ষায় জামায়াত, বললেন পরওয়ার
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, আল্লাহ যদি দয়া করেন, আমরা ক্ষমতায় যাওয়ার জন্য অপেক্ষা করছি। তিনি বলেন, ‘উই আর ওয়েটিং ফর দ্যাট ডে’।
সোমবার (০৮ ডিসেম্বর) নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের কাছে এমন প্রত্যাশার কথা জানান।
এমন কথা শোনা যাচ্ছে জামায়াত আগামীতে ক্ষমতায় আসবে—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মিয়া গোলাম পরওয়ার বলেন, জনগণ রায় যদি দেয় আর আল্লাহ যদি দয়া করেন, আল্লাহর দয়ার তো কোনো শেষ নেই, জনগণের ভালোবাসারও শেষ নেই। উই আর ওয়েটিং ফর দ্যাট ডে ইনশাল্লাহ।
আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল। এজন্য এখনই নির্বাচন কমিশনকে সিরিয়াস হতে বলেন তিনি। এ ছাড়া নির্বাচনে লেবেল প্লেয়িং ফিল্ড নেই বলেও মন্তব্য করেন। একই সঙ্গে সুষ্ঠু নির্বাচনের জন্য কমিশনের প্রতি পূর্ণ আস্থা আছে বলেও জানান গোলাম পরওয়ার।
এ সময় জামায়াতে ইসলামীর অন্যান্য নেতারাও উপস্থিত ছিলেন।