সোমবার ০৮ ডিসেম্বর ২০২৫, অগ্রাহায়ণ ২৪ ১৪৩২, ১৭ জমাদিউস সানি ১৪৪৭

ইসলাম

ইসলামী ছাত্র আন্দোলনের মুবাল্লিগ সম্মেলন অনুষ্ঠিত

 প্রকাশিত: ১৫:১৩, ৮ ডিসেম্বর ২০২৫

ইসলামী ছাত্র আন্দোলনের মুবাল্লিগ সম্মেলন অনুষ্ঠিত

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের মুবাল্লিগ সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৬ ডিসেম্বর) রাজধানীর কাকরাইল ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে কেন্দ্রীয় সভাপতি মুনতাছির আহমাদের সভাপতিত্বে ও সেক্রেটারি জেনারেল সুলতান মাহমুদের সঞ্চালনায় মুবাল্লিগ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে ২০২৫ সেশনের সদ্য সাবেক কেন্দ্রীয় সভাপতি ইউসুফ আহমাদ মানসুরকে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর পক্ষ থেকে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়।

মুবাল্লিগ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সহকারী মহাসচিব কে এম আতিকুর রহমান।

মুবাল্লিগ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি হোসাইন ইবনে সরোয়ার, সদ্য সাবেক জয়েন্ট সেক্রেটারি জেনারেল মিশকাতুল ইসলাম, তথ্য-গবেষণা ও প্রযুক্তি সম্পাদক ফয়জুল ইসলাম, দাওয়াহ ও দফতর সম্পাদক মুহাম্মাদ ইবরাহীম খলীল, পাবলিক বিশ্ববিদ্যালয় সম্পাদক মুহাম্মাদ আশিকুল ইসলাম, অর্থ ও কল্যাণ সম্পাদক এস এম কামরুল ইসলাম, প্রকাশনা সম্পাদক মুহাম্মাদ মাইমুন ইসলাম, জাতীয় বিশ্ববিদ্যালয় সম্পাদক উবায়দুল্লাহ মাহমুদ, স্কুল ও কলেজ সম্পাদক মুহাম্মাদ আশিকুল ইসলামসহ সদ্য সাবেক কেন্দ্রীয় আমেলা, শুরা সদস্য ও সারাদেশের মুবাল্লিগবৃন্দ।