সোমবার ০৮ ডিসেম্বর ২০২৫, অগ্রাহায়ণ ২৪ ১৪৩২, ১৭ জমাদিউস সানি ১৪৪৭

ব্রেকিং

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি : ক্লাস শুরু ১ জানুয়ারি, ‘চূড়ান্ত হচ্ছে’ অধ্যাদেশ মাগুরায় সংঘর্ষে আহত যুবকের মৃত্যু, ফের সংঘাতে আহত ৫০ ভোট: এবার নিবন্ধন পেল ৮১ স্থানীয় পর্যবেক্ষক প্রতিষ্ঠান ক্ষমতায় যাওয়ার অপেক্ষায় জামায়াত, বললেন পরওয়ার কারাগারে শওকত মাহমুদ, রিমান্ড শুনানি বৃহস্পতিবার বিটিভি-বেতারে সিইসির তফসিল-সংক্রান্ত ভাষণ রেকর্ড ১০ ডিসেম্বর খালেদা জিয়ার লন্ডনযাত্রা আরো পেছাল মহানবীকে কটূক্তি: তিতুমীরের শিক্ষার্থী বিশ্বজিৎ রিমান্ডে উৎসবমুখর নির্বাচনের জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে : স্বরাষ্ট্র উপদেষ্টা রিমান্ডে দিলে হার্ট অ্যাটাক করতে পারি: আদালতকে নাসার নজরুল আনিসুল-মঞ্জুর নেতৃত্বে নতুন জোটের আত্মপ্রকাশ মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় গৃহকর্মী, ধারণা পুলিশের সাবেক মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ ১৬ জনকে ট্রাইব্যুনালে হাজির ভারতের গোয়া নাইটক্লাব অগ্নিকাণ্ডে নিহত ২৫ জনের মধ্যে নেপালি ৪ জন নিউইয়র্কে ইসরাইল, কাতার ও যুক্তরাষ্ট্রের ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত

জাতীয়

মাগুরায় সংঘর্ষে আহত যুবকের মৃত্যু, ফের সংঘাতে আহত ৫০

 প্রকাশিত: ১৮:৪৮, ৮ ডিসেম্বর ২০২৫

মাগুরায় সংঘর্ষে আহত যুবকের মৃত্যু, ফের সংঘাতে আহত ৫০

মাগুরা সদর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে আহত এক যুবক মারা যাওয়ার ঘটনায় আবার সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ৫০ জন আহত হয়েছেন।

সোমবার উপজেলার হাজরাপুর ইউনিয়নের রামনগর গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান মাগুরা সদর থানার ওসি আইয়ুব আলী।

এর আগে শনিবার দুই পক্ষের পাল্টাপাল্টি হামলায় আহত হন আজিজুর রহমান (৩৮)। রোববার চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় ছয়জনকে আটক করেছে পুলিশ।

মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক সোহাগ হোসেন বলেন, আহতদের মধ্যে ফরিদ মোল্ল্যা (৪৫), আসাদুল (৪২), রুহুল (৪০) আব্দুল মণ্ডল (৫০) সাহেব আলী (৩২), ওয়াকিল উদ্দিন (৪২), সাজ্জাদ হোসেন (৪৫), সাজেদুল ইসলাম (৫৭), সালমান (৩২), মুক্তার মণ্ডল (৫৪), সাহেব আলী (৩৫), উজ্জ্বল মণ্ডল (৩৫), তালেব মণ্ডল (৮২), তুফান মণ্ডল (৪৭) আওয়াল মণ্ডল (৬২), বাচ্চু মণ্ডল (৫৫), নান্নু মণ্ডল (৪০), আজিল মণ্ডল (৪৫), আরিফুল ইসলাম ( ৪০), ইদ্রিস আলীকে (৪৩) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাসপাতালে ভর্তি ফরিদ মোল্লা বলেন, শনিবার দুপুরে সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ইউনিয়ন বিএনপি নেতা মতিয়ার রহমান ও শহিদুল মণ্ডলের সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি হয়।

এ ঘটনা জেরে প্রতিপক্ষের হামলায় মতিয়ার রহমানের সমর্থক আজিজুর রহমান গুরুতর আহত হন। প্রথমে তাকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে রোববার ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আজিজার মারা যান।

এ ঘটনার জেরে সোমবার হাজরাপুর ইউনিয়নের রামনগর গ্রামে দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে উভয়পক্ষের অন্তত ৫০ জন আহত হয়।

ওসি আইয়ুব আলী বলেন, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় ছয়জনকে আটক করা হয়েছে। তবে এখনো মামলা হয়নি।