সোমবার ০৮ ডিসেম্বর ২০২৫, অগ্রাহায়ণ ২৪ ১৪৩২, ১৭ জমাদিউস সানি ১৪৪৭

ব্রেকিং

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি : ক্লাস শুরু ১ জানুয়ারি, ‘চূড়ান্ত হচ্ছে’ অধ্যাদেশ মাগুরায় সংঘর্ষে আহত যুবকের মৃত্যু, ফের সংঘাতে আহত ৫০ ভোট: এবার নিবন্ধন পেল ৮১ স্থানীয় পর্যবেক্ষক প্রতিষ্ঠান ক্ষমতায় যাওয়ার অপেক্ষায় জামায়াত, বললেন পরওয়ার কারাগারে শওকত মাহমুদ, রিমান্ড শুনানি বৃহস্পতিবার বিটিভি-বেতারে সিইসির তফসিল-সংক্রান্ত ভাষণ রেকর্ড ১০ ডিসেম্বর খালেদা জিয়ার লন্ডনযাত্রা আরো পেছাল মহানবীকে কটূক্তি: তিতুমীরের শিক্ষার্থী বিশ্বজিৎ রিমান্ডে উৎসবমুখর নির্বাচনের জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে : স্বরাষ্ট্র উপদেষ্টা রিমান্ডে দিলে হার্ট অ্যাটাক করতে পারি: আদালতকে নাসার নজরুল আনিসুল-মঞ্জুর নেতৃত্বে নতুন জোটের আত্মপ্রকাশ মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় গৃহকর্মী, ধারণা পুলিশের সাবেক মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ ১৬ জনকে ট্রাইব্যুনালে হাজির ভারতের গোয়া নাইটক্লাব অগ্নিকাণ্ডে নিহত ২৫ জনের মধ্যে নেপালি ৪ জন নিউইয়র্কে ইসরাইল, কাতার ও যুক্তরাষ্ট্রের ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত

ইসলাম

সিলেট-৩ আসনে চমক, রিকশা প্রতীকের প্রার্থী হলেন মুসলেহ উদ্দীন রাজু

 প্রকাশিত: ২০:৫২, ৮ ডিসেম্বর ২০২৫

সিলেট-৩ আসনে চমক, রিকশা প্রতীকের প্রার্থী হলেন মুসলেহ উদ্দীন রাজু

এবারের নির্বাচনে সিলেট-৩ (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ) আসনে বড় চমক আসছে। জামায়াতে ইসলামীসহ আন্দোলনরত আট দলের একক প্রার্থী হচ্ছেন মাওলানা মুসলেহ উদ্দীন রাজু। তিনি বরেণ্য বুজুর্গ আল্লামা নূরউদ্দিন আহমদ গহরপুরী রহ.-এর একমাত্র সাহেবজাদা। জামিয়া হোসাইনিয়া গহরপুরের মুহতামিম এবং কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকের সহসভাপতি। 

মাওলানা মুসলেহ উদ্দীন রাজু প্রার্থী হচ্ছেন বাংলাদেশ খেলাফত মজলিস থেকে। শনিবার (৬ ডিসেম্বর) দলটির আমির মাওলানা মামুনুল হক জামিয়া গহরপুরের মাঠে আয়োজিত উলামা ও সুধী সমাবেশে মাওলানা মুসলেহ উদ্দীন রাজুকে আনুষ্ঠানিকভাবে রিকশা প্রতীকের প্রার্থী ঘোষণা করেন। বাংলাদেশ খেলাফত মজলিস এই আসনটি আট দল থেকে ছাড় পাবে বলে জোরালো আশা করছে।

সমাবেশে মাওলানা মামুনুল হক আল্লামা নূরউদ্দীন গহরপুরী রহ.-এর স্মৃতিচারণ করে এই মাটিকে ইসলামের ঘাঁটি হিসেবে পরিণত করতে উপস্থিত উলামা ও তলাবাদের প্রতি আহ্বান জানান। মাওলানা মুসলেহ উদ্দীন রাজুকে এই অঞ্চলের মানুষ বিপুল ভোটে বিজয়ী করবে বলে আশা প্রকাশ করেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির।

 

সভাপতির বক্তব্যে মাওলানা মুসলেহ উদ্দীন রাজু জানান, তার রাজনীতিতে আসা কিংবা নির্বাচনের কোনো ইচ্ছা ছিল না। আলেম-উলামা ও ইসলামপন্থীদের বৃহত্তর স্বার্থের কথা বিবেচনা করে এলাকাবাসীর পরামর্শে অবশেষে তিনি সম্মত হয়েছেন।

 

খোঁজ নিয়ে জানা গেছে, সিলেট-৩ আসনে বিএনপি ইতোমধ্যে এম এ মালেককে ধানের শীষের প্রার্থী ঘোষণা করেছে। এর বাইরে জামায়াতে ইসলামী, খেলাফত মজলিস ও ইসলামী আন্দোলনের প্রার্থীও ঘোষণা করা হয়েছে। তবে আট দলের আসন সমঝোতার আলোচনা শেষ পর্যায়ে রয়েছে। সেখানে এই আসনটি মাওলানা মামুনুল হকের দল বাংলাদেশ খেলাফত মজলিস ছাড় পাবে বলে সবুজ সংকেত পেয়েছে। ফলে পূর্বে ঘোষিত নিজেদের প্রার্থীকে বাদ দিয়ে মাওলানা মুসলেহ উদ্দীন রাজুকে প্রার্থী করার সিদ্ধান্ত নেয়।

 

মাওলানা মুসলেহ উদ্দীন রাজু প্রায় ২০ বছর ধরে জামিয়া গহপুরের মুহতামিমের দায়িত্ব পালন করছেন। তিনি বেফাকুল মাদারিসের সাংগঠনিক সম্পাদকসহ বিভিন্ন দায়িত্ব পালন করেছেন। ২০১৬ সাল থেকে তিনি কওমি মাদরাসার ঐক্যবদ্ধ প্লাটফর্মটির সহসভাপতির দায়িত্ব পালন করে আসছেন। মাওলানা শাহ আহমদ শফী রহ., মাওলানা আজহার আলী আনোয়ার শাহ, মাওলানা আশরাফ আলী এবং বর্তমান সভাপতি মাওলানা মাহমূদুল হাসানসহ বেফাকের মুরব্বিদের বিশেষ স্নেহধন্য তিনি। প্রতিষ্ঠানটির উন্নয়ন-অগ্রগতিতে তার উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে।

 

সিলেটের তরুণ প্রভাবশালী আলেমদের মধ্যে মাওলানা রাজুর নাম শীর্ষে রয়েছে। তিনি ছাত্রজীবনে ছাত্র মজলিসের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকলেও পরবর্তী সময়ে রাজনীতিতে যুক্ত হননি। এতে সব দল-মতের মানুষের কাছে তার ব্যাপক গ্রহণযোগ্যতা রয়েছে। স্থানীয়রা জানিয়েছেন, তরুণ এই প্রভাবশালী আলেমকে প্রার্থী করলে আসনটিতে আট দলের পক্ষে নির্বাচনি বৈতরণী পার হওয়া অনেকটা সহজ হবে।