সোমবার ০৮ ডিসেম্বর ২০২৫, অগ্রাহায়ণ ২৪ ১৪৩২, ১৭ জমাদিউস সানি ১৪৪৭

আন্তর্জাতিক

পেরুর দুর্নীতি বিষয়ক সাংবাদিককে গুলি করে হত্যা

 প্রকাশিত: ১৩:১২, ৮ ডিসেম্বর ২০২৫

পেরুর দুর্নীতি বিষয়ক সাংবাদিককে গুলি করে হত্যা

পেরুর সাংবাদিক ফার্নান্দো নুনেজকে গুলি করে হত্যা করেছে ভাড়াটে খুনিরা। দেশটির ‘ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব জার্নালিস্টস (এএনপি)’ রোববার জানিয়েছে, দুর্নীতির খবর খুঁজতে গিয়ে ফেরার পথে তিনি হামলার শিকার হন।

লিমা থেকে এএফপি জানায়, সাংবাদিক ফার্নান্দো মূলত পৌরসভা সংক্রান্ত দুর্নীতির মামলাগুলো নিয়ে প্রতিবেদন করতেন।

এএনপি সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিবৃতিতে জানায়, ডিজিটাল সংবাদমাধ্যম কামিলা টিভির প্রতিবেদক ফার্নান্দো শনিবার মোটরসাইকেলে চড়ে তার ভাইয়ের সঙ্গে ফিরছিলেন। এ সময় ভাড়াটে খুনিরা তাদের লক্ষ্য করে গুলি চালায়। ঘটনাস্থলেই ফার্নান্দো নিহত হন। তার ভাই গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

চলতি বছরে পেরুতে সংগঠিত অপরাধে নিহত তৃতীয় সাংবাদিক হলেন নুনেজ। এর আগে সাংবাদিক গাস্তন মেদিনা ও রাউল সেলিসকে হত্যা করা হয়। এএনপি তদন্তকারীদের প্রতি আহ্বান জানিয়েছে, তারা যেন নুনেজের সাংবাদিকতাকেই হত্যার মূল কারণ হিসেবে গুরুত্ব দেয়।

সংগঠনটি এক বিবৃতিতে বলেছে, ‘এই ঘটনা সংবাদকর্মীদের ওপর অসহনীয় সহিংসতার চিত্র তুলে ধরে। প্রতিটি প্রাণহানি শুধু সাংবাদিকতার ওপর নয়, গণতন্ত্র ও জনগণের তথ্য জানার অধিকারের ওপরও সরাসরি আঘাত।’

পেরুতে সহিংস অপরাধ বেড়েই চলেছে। এ বছর অক্টোবর পর্যন্ত দেশটিতে ১ হাজার ৮৮৮টি হত্যাকাণ্ড ঘটেছে। যা গত বছরের একই সময়ের তুলনায় ১৩ শতাংশ বেশি।

সাম্প্রতিক বছরগুলোতে পেরুতে অপরাধ আশঙ্কাজনকভাবে বেড়েছে। মহামারী পরবর্তী দারিদ্র্য ও বেকারত্ব, রাজনৈতিক অস্থিরতা এবং গ্যাং সহিংসতার কারণে সংগঠিত অপরাধ ও চাঁদাবাজি-সংক্রান্ত হত্যাকাণ্ড ব্যাপক হারে বেড়েছে।