ভয়াবহ বন্যার কবলে মরুর দেশ সৌদি আরব

ভারী বর্ষণের কারণে মরুর দেশ সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে আকস্মিক ভয়াবহ বন্যা দেখা দিয়েছে।
জানা যায় পানিতে তলিয়ে আছে রাজধানী রিয়াদের উত্তর-পশ্চিমাঞ্চল।
গত বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) থেকে ভারী বৃষ্টি চলছে মক্কা-মদিনাসহ আরো কয়েকটি শহরে। দ্রুত বাড়তে থাকে পানি। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে মক্কায়। পানি উঠে বন্ধ হয়ে যায় আল ওতাইবির রাস্তাঘাট।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে উশাইকের শহরে একটি সেতুর নিচে পানির তোড়ের ভিডিও ভাইরাল হয়েছে। শুক্রবার পর্যন্ত বিরূপ আবহাওয়া থাকবে বলে পূর্বাভাস দেয়া হয়েছে। তাবুকসহ উঁচু অঞ্চলগুলোয় তুষারপাতের সম্ভাবনাও রয়েছে।