শনিবার ০৮ নভেম্বর ২০২৫, কার্তিক ২৪ ১৪৩২, ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৭

ব্রেকিং

ফ্যাসিবাদগোষ্ঠি নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করলে জনগণই প্রতিরোধ করবে: আইজিপি বরিশালে মৎস্য দপ্তরের জব্দ করা জাটকা লুট শাহবাগে শিক্ষকদের ছত্রভঙ্গ, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ নির্বাচন নিয়ে কথা বলতে রাজশাহীতে আসিনি: আইন উপদেষ্টা এক মাসে লিবিয়া থেকে ফিরলেন ৯২৮ বাংলাদেশি ব্রাহ্মণবাড়িয়ায় পানিতে ডুবে প্রাণ গেল ২ ভাইয়ের ‘সোহরাওয়ার্দীতে গাঁজা বেচতে নিষেধ করায় সাম্যকে হত্যা’ কুমিল্লায় ছাত্রলীগের ঝটিকা মিছিল, ৪৪ নেতা-কর্মী গ্রেফতার নেত্রকোণায় মশাল মিছিল, নিষিদ্ধ ছাত্রলীগের ৭ নেতাকর্মী আটক ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে রাশিয়ার ভয়াবহ হামলা যুক্তরাষ্ট্রে শাটডাউনের কারণে সহস্রাধিক ফ্লাইট বাতিল ভোলায় নলকূপ খনন করলেই বেরিয়ে আসছে গ্যাস শেরপুরে মায়ের পিছু পিছু সড়কে গিয়ে প্রাণ গেল শিশুর নেতানিয়াহুর বিরুদ্ধে তুরস্কের গ্রেপ্তারি পরোয়ানা ডিএনএ’র পথিকৃৎ জেমস ওয়াটসনের জীবনাবসান জম্মু-কাশ্মীরের ‍কুপওয়ারায় ভারতীয় বাহিনীর গুলিতে ‘২ সন্ত্রাসী নিহত’

ফিচার

চুরি করতে ১০ কেজি ওজন কমালেন চোর!

 প্রকাশিত: ০৯:৪৪, ২১ নভেম্বর ২০২১

চুরি করতে ১০ কেজি ওজন কমালেন চোর!

চুরির ‘প্রয়োজনে’ ওজন কমানোর ঘটনা খুব কম সোনা যায় । আর এই নজিরবিহীন কাণ্ডই ঘটিয়েছেন এক ব্যক্তি। সরু জানালা  দিয়ে বাড়িতে ঢুকে চুরি করার জন্য ১০ কেজি ওজন কমিয়েছেন তিনি। গত শনিবার একটি ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে এ খবর জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের আমদাবাদের বসন্ত বিহার সোসাইটি রেসিডেন্সের একটি বাড়িতে মোহিত সিংহ চৌহান নামে এক ব্যক্তি গৃহকর্মীর কাজ করতেন। বছর দুয়েক আগে তার চাকরি চলে যায়।

তবে বেশ কয়েক বছর ওই বাড়িতে গৃহকর্মীর কাজ করার সুবাদে সেখানকার খুঁটিনাটি ছিল মোহিতের নখদর্পণে। বাড়ির কোথায় সিসিটিভি ক্যামেরা লাগানো আছে, কোন জায়গা দিয়ে বাড়িতে ঢুকলে নজরে আসবে না, কোথায় মূল্যবান জিনিসপত্র, গয়না ও টাকাপয়সা রাখা হয় সে সম্পর্কেও মোহিত ওয়াকিবহাল ছিলেন। তাই ওই বাড়িতে চুরি করার সুযোগের অপেক্ষায় ছিলেন তিনি।

 মোহিত ওই বাড়ির স্লাইডিং জানালা দিয়ে ঢোকার পরিকল্পনা করেন। কিন্তু বাদ সাধে তার স্থূলকায় শরীর। তবে চুরির ব্যাপারে বদ্ধপরিকর মোহিত সিদ্ধান্ত নেন ওজন কমিয়েই চুরি করতে ঢুকবেন তিনি।

ওজন কমানোর জন্য তিন মাস ধরে শুধু এক বেলা খেয়েছেন মোহিত। বেশ কয়েক মাস আগে তিনি জানতে পারেছিলেন ওই বাড়ির সদস্যরা কয়েক দিনের জন্য ঘুরতে যাচ্ছেন। আর সেই সুযোগ কাজে লাগানোর জন্য ডায়েট করা শুরু করেন তিনি।

ওই বাড়ির সদস্যরা ঘুরতে যাওয়ার পরই মোহিত সাইকেল নিয়ে হাজির হন। জানলা কেটে তার মধ্য দিয়ে অনায়াসে গলে ঘরের ভিতরে ঢুকে পড়েন তিনি। নগদ অর্থ এবং গয়না মিলিয়ে প্রায় ৩৮ লাখ রুপির মালামাল চুরি করে পালান মোহিত।
তবে বাড়ির সিসিটিভি ক্যামেরাকে ফাঁকি দিলেও রাস্তার ক্যামেরাকে ফাঁকি দিতে পারেননি। রাস্তার সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখেই  মোহিতকে আটক করে পুলিশ। আটকের পর পুলিশের কাছে তার এই অভিনব পরিকল্পনার কথা মোহিত নিজেই জানিয়েছেন।

অনলাইন নিউজ পোর্টাল