রোববার ২০ এপ্রিল ২০২৫, বৈশাখ ৬ ১৪৩২, ২১ শাওয়াল ১৪৪৬

ব্রেকিং

বাংলাদেশের গণতন্ত্রে মাইলফলক হবে আসন্ন নির্বাচন: প্রধান উপদেষ্টা হবিগঞ্জে ট্রাক-পিকআপ সংঘর্ষে দুই নারীসহ ৪ জন নিহত টাকা পাচার বন্ধে ব্যাংক রেজোল্যুশন অধ্যাদেশ পাস বিএনপির সঙ্গে বিরোধ? এটা কোনো বিরোধই না: জামায়াত আমির সংস্কারে একমত না হলে নির্বাচন পেছাবে: জামায়াত আমির সংস্কারে সিরিয়াস বিএনপি: সালাহউদ্দিন হার্ভার্ডে বিদেশি শিক্ষার্থী ভর্তিতে নিষেধাজ্ঞার হুমকি ট্রাম্প প্রশাসনের বাংলাদেশের মন্তব্যকে ‌‘অপ্রয়োজনীয় ও লোক দেখানো’ বললো ভারত প্রায় ১৫ বছর পর ঢাকা ও ইসলামাবাদের এফওসি’র আয়োজন ঐকমত্য কমিশনের স্প্রেডশিটে ‘বিভ্রান্ত’ বিএনপি ১২ অঞ্চলের নদীবন্দরে সতর্ক সংকেত আপিল বিভাগের নতুন দুই বিচারপতির সংবর্ধনা রোববার ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বিএনপি গ্যাসের দামে ভেদাভেদ: ‘পিছিয়ে পড়বেন’ নতুন উদ্যোক্তারা রাশিয়ার কাছে কেন মার্কিন যুদ্ধবিমান হারাচ্ছে ইউক্রেন? মেয়ের জন্য চাকরি চান শহীদ বাচ্চুর স্ত্রী লাইলি বেগম

বিনোদন

কারাগারে অপরাধীদের মধ্যে আরিয়ান ‘বিপদে’ ছিলেন

 প্রকাশিত: ১৯:১০, ২২ মার্চ ২০২৫

কারাগারে অপরাধীদের মধ্যে আরিয়ান ‘বিপদে’ ছিলেন

শাহরুখ খানের পাশে ছেলে আরিয়ান খান

চার বছর আগে শাহরুখ খানপুত্র আরিয়ান খানের বিরুদ্ধে মাদক মামলা, তাকে গ্রেপ্তার, কারাবাস এবং আইনি জটিলতা নিয়ে জেরবার হয়েছে খান পরিবার। কিন্তু আরিয়ানের কারাবাসের দিনগুলো নিয়ে আরিয়ান বা তারা বাবা মুখ খোলেননি এখন পর্যন্ত।

মুম্বাইয়ের আর্থার রোডের কারাগারে থাকার ওই দিনগুলোতে আরিয়ান কেমন ছিলেন, তার কিছুটা আভাস মিলেছে রিয়েলিটি শো ‘বিগ বস’ দিয়ে পরিচিতি পাওয়া অভিনেতা এজাজ খানের কথায়।

টাইমস অব ইন্ডিয়া লিখেছে, এক সাক্ষাৎকারে এজাজ জানিয়েছেন আরিয়ানের জন্য অত্যন্ত ‘কঠিন ছিল’ সেই দিনগুলো।

মাদক মামলায় অভিযুক্ত হয়ে আর্থার রোড জেলে ছিলেন অভিনেতা এজাজ খানও। ওই সময়ে সেখানে বন্দী ছিলেন বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির স্বামী ব্যবসায়ী রাজ কুন্দ্রা ও শাহরুখপুত্র আরিয়ান।

এজাজ বলেছেন, কারাগারের পরিবেশ আরিয়ানের জন্য ‘নিরাপদ ছিল না’।

সাড়ে ৩ হাজার কয়েদির মধ্যে আরিয়ানকে রাখা হয়েছিল জানিয়ে এজাজ বলেন, “নিশ্চিতভাবে বলা যায় আরিয়ান তাদের মধ্যে সুরক্ষিত ছিলেন না।

“আরিয়ানের জন্য পানীয় জল, সিগারেটের ব্যবস্থা করেছিলাম। ওখানে বন্দি কোনো ব্যক্তির জন্য আপনি শুধু এটুকুই করতে পারেন। তবে আমি ওকে গুন্ডা ও মাফিয়াদের হাত থেকেও বাঁচিয়েছি। আরিয়ান বিপদে ছিলেন। ওনাকে সাধারণ ব্যারাকে রাখা হয়েছিল।”

২০২১ সালে প্রমোদতরীর পার্টি থেকে আরিয়ানকে গ্রেপ্তার করে শোরগোল ফেলে দেয় ভারতের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরো-এনসিবি।

গ্রেপ্তার হওয়ার তিন সপ্তাহ পর বেশ কিছু শর্তে জামিন পেয়েছিলেন আরিয়ান। শর্ত ছিল, তার পাসপোর্ট জমা রাখতে হবে আদালতের কাছে। প্রত্যেক শুক্রবার এনসিবি দপ্তরে হাজিরা দিতে হবে। অভিযুক্ত কিংবা সাক্ষীদের কারও সঙ্গে যোগাযোগ করতে পারবেন না তিনি। আর বিচার প্রক্রিয়া নিয়ে সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলতে পারবেন না।

পরের বছর এনবিসি জানায় ওই মাদক মামলায় অভিযোগপত্রে আসামির তালিকা থেকে আরিয়ানের নাম বাদ দেওয়া হয়েছে। কারণ তদন্তে আরিয়ানের বিরুদ্ধে যথেষ্ঠ অভিযোগ মেলেনি।

আরিয়ানের বিরুদ্ধে মামলা নিয়ে এজাজ বলেছেন তার বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছিল।

“তজেনেবুঝে ফাঁসানো হয়েছিল। কিছু মানুষ হয়ত পরিবারটির কণ্ঠ রোধ করতে চেয়েছিল।”

গেল বছর আরিয়ানের গ্রেপ্তার নিয়ে এক অনুষ্ঠানে শাহরুখ কেবল বলেছিলেন “যথেষ্ঠ শিক্ষা হয়েছে।”

সেই শিক্ষা কিরকম সেটা নিয়ে শাহরুখ বলেন, “গত চার-পাঁচ বছর আমাদের পরিবারের জন্য বেশ কঠিন ছিল। আমি জানি, কোভিডের কারণে নিশ্চয়ই আরও অনেকের ক্ষেত্রেও তাই। এর আগে আমার সব সিনেমা ফ্লপ করে। অনেকেই আমার কেরিয়ার শেষ হয়ে যাওয়ার শ্রদ্ধার্ঘ্যও লিখে ফেলেছিল!’’

ওয়েব সিরিজের মধ্য দিয়ে পরিচালক হিসেবে সিনেপাড়ায় অভিষিক্ত হতে চলেছেন আরিয়ান।

‘দ্য ব্যাডস অব বলিউড’ সিরিজে শাহরুখকে পাওয়া যাবে ক্যামিও চরিত্রে।

নেটফ্লিক্সে মুক্তির অপেক্ষায় থাকা আরিয়ানের ছয় পর্বের সিরিজ তৈরি হয়েছে তার বাবা ও মা গৌরী খানের প্রযোজনা প্রতিষ্ঠান রেড চিলিজ এন্টারটেইনমেন্টের প্রযোজনায়।

আরিয়ান এই সিরিজ বানিয়েছেন শাহরুখের জীবনের নানা ঘটনা নিয়ে, সেখানে দেখা যাবে অল্প বয়সী এক যুবক একরাশ স্বপ্ন নিয়ে ফিল্মি দুনিয়ায় পা রেখে কীভাবে চড়াই-উৎরাইয়ের সঙ্গে যুদ্ধ করে বনে যান এক সুপারস্টারে। এছাড়া বাবার বন্ধু সালমান খানকেও এই সিরিজে এনেছেন আরিয়ান। সেই সঙ্গে রাণবীর কাপুর, ববি দেওল এবং করণ জোহরকেও কিছু চরিত্র উপহার দিয়েছেন আরিয়ান।

এতে শাহরুখের জীবনের ঘটনা ছাড়াও বলিউড তারকাদের জীবনে খ্যাতির ভাল-মন্দ দিক উঠে আসবে সিরিজে।

পরিচালনার কাজ ছাড়াও ‘ডি’য়াভল’ ব্র্যান্ড নামে পোশাকের ব্যবসা করেন আরিয়ান। ওই ব্র্যান্ডের বিজ্ঞাপনের মুখ হয়েছেন শাহরুখ। এছাড়া ২০২২ সালের শেষ দিকে ওই ব্র্যান্ড নামে ভদকা ব্যবসাও শুরু করেন আরিয়ান।