মঙ্গলবার ১১ নভেম্বর ২০২৫, কার্তিক ২৭ ১৪৩২, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৭

ব্রেকিং

সাক্ষ্যগ্রহণ শেষে রায়ের কাছাকাছি শেখ হাসিনার ‘প্লট দুর্নীতি’ মামলা জুলাই সনদ নিয়ে এখন সিদ্ধান্ত নেবে সরকার: রিজওয়ানা একনেক সভায় ৭ হাজার ১৫০ কোটি টাকার ১২টি উন্নয়ন প্রকল্প অনুমোদন পুরান ঢাকায় নিহত মামুনকে হত্যার চেষ্টা হয়েছিল দুই বছর আগেও ভোজ্যতেলের দাম বাড়ানোর সুপারিশ নির্বাচন পিছিয়ে গেলে দেশের সর্বনাশ হয়ে যাবে: মির্জা ফখরুল পুরান ঢাকায় হাসপাতালের সামনে একজনকে গুলি করে হত্যা এটা ২০০৬ সালের ২৮ অক্টোবর নয়: আওয়ামী লীগকে প্রেস সচিবের হুঁশিয়ারি নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভের দিনে ঢাকায় বোমাবাজি রাজধানীতে ভোরে দুই বাসে আগুন ৮ বছর পর ভারত থেকে হিলি বন্দর দিয়ে আপেল আমদানি শুরু সংসদ নির্বাচন: অঞ্চলভেদে থাকবে কমান্ডো বাহিনী, কঠোর বার্তা ইসির আকুর বিল পরিশোধের পর রিজার্ভ ৩১ বিলিয়নে নামলো লতিফ সিদ্দিকীর জামিন বহাল গোপালগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ২ প্রাথমিক শিক্ষকদের সিদ্ধান্ত বদল, কর্মবিরতি চলবে একুয়াডোরে কারাগারে দাঙ্গার মধ্যে অন্তত ৩১ জনের মৃত্যু

অর্থনীতি

একের পর এক চালের জাহাজ আসছে বন্দরে

 প্রকাশিত: ০৭:২৭, ১৩ জানুয়ারি ২০২৫

একের পর এক চালের জাহাজ আসছে বন্দরে

অন্তবর্তী সরকারের আমদানি করা চালের জাহাজ একের পর এক আসছে বন্দরে। রোববার (১২ জানুয়ারি) ভারত থেকে ২৬ হাজার ৯৩৫ টন চাল নিয়ে জেটিতে আসা এ সরকারের আমলে চালের দ্বিতীয় জাহাজ থেকে খালাস শুরু হয়েছে।

দুই-দিনের মধ্যে ভিড়বে মায়ানমার থেকে চাল নিয়ে আসা দুইটি জাহাজ। এর মধ্যে ‘এমভি গোল্ডেন স্টার’ নামের জাহাজে থাকবে ২২ হাজার টন, অপরটিতে আড়াই হাজার টন।

মায়ানমার থেকে মোট ১ লাখ ৫ হাজার টন চাল আমদানি করা হচ্ছে।  
খাদ্য অধিদপ্তরের চলাচল ও সংরক্ষণ নিয়ন্ত্রক জ্ঞানপ্রিয় বিদূর্শী চাকমা বাংলানিউজকে এসব তথ্য জানান।

তিনি জানান, উন্মুক্ত দরপত্র চুক্তির আওতায় ভারতের অন্ধ্র প্রদেশের কাকিনাডা বন্দর থেকে চাল বোঝাই ‘এমবি এসডিআর ইউনিভার্স’ জাহাজটি শনিবার (১১ জানুয়ারি) রাত ৭টা ১৫ মিনিটে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছে। রোববার (১২ জানুয়ারি) বেলা ১১টার দিকে জাহাজটি বন্দর জেটিতে আনা হয়। এরপর নমুনা সংগ্রহ ও পরীক্ষা শেষে বিকেল সাড়ে ৫টা থেকে চাল খালাস শুরু হয়। আশাকরি, ৭-৮ দিনের মধ্যে জাহাজের সব চাল খালাস করা সম্ভব হবে। কয়েকশ’ ট্রাকের সাহায্যে এসব চাল পৌঁছে যাচ্ছে চট্টগ্রাম, ঢাকা ও সিলেটের বিভিন্ন স্টেশনে।  

এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ভারতের পাশাপাশি মায়ানমার থেকে আমদানি করা ১ লাখ ৫ হাজার টন আতপ চালের মধ্যে প্রথম দুইটি জাহাজ ১৪-১৫ জানুয়ারি বন্দরে ভিড়বে বলে আশা করা হচ্ছে।  

গত ১১ নভেম্বর প্রথম দফায় ভারত থেকে ‘MV TANAIS DREAM' জাহাজে ২৪ হাজার ৬৯০ মেট্রিক টন চাল আসে চট্টগ্রাম বন্দরে। এটি ছিল অন্তবর্তী সরকারের আমলে ভারত থেকে আমদানি করা প্রথম চালের জাহাজ। জাহাজের চালের নমুনা সংগ্রহপূর্বক ভৌত পরীক্ষা শেষে নিয়মিত প্রক্রিয়ার মাধ্যমে চাল খালাস শেষ হয়। ২৬ ডিসেম্বর রাত ৯টায় শুরু হয়ে চাল খালাস চলে ৩ জানুয়ারি বিকেল ৫টা পর্যন্ত। এ সময় চালগুলো খাদ্য অধিদপ্তরের পরিবহন ঠিকাদারের ট্রাকযোগে পাঠিয়ে দেওয়া হয় চট্টগ্রামের দেওয়ানহাট, সিলেট, ঢাকার তেজগাঁও, নারায়ণগঞ্জসহ বিভিন্ন স্থানে।