রোববার ১৪ ডিসেম্বর ২০২৫, অগ্রাহায়ণ ২৯ ১৪৩২, ২৩ জমাদিউস সানি ১৪৪৭

ব্রেকিং

যেকোনো মূল্যে দেশে নির্বাচন হতে হবে: তারেক রহমান নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতে ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২’ চালু করা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা ওসমান হাদির অবস্থা আশঙ্কাজনক : মেডিকেল বোর্ড চলতি বছর ডেঙ্গু রোগে হাসপাতালে ভর্তি লাখেরও বেশি কেরাণীগঞ্জের আগুন নিয়ন্ত্রণে, নির্বাপণে লাগবে ১ দিন ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক করেছে ইরান হাদিকে গুলির পেছনে ‘বিরাট শক্তি’, ঐক্যবদ্ধ থাকার ঘোষণা রাজনৈতিক দলগুলোর হাদির আততায়ীকে ধরিয়ে দিতে ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা হাদির পরিবারের সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ, সর্বোত্তম চিকিৎসার আশ্বাস বিএনপির ৩১ দফায় জুলাই যোদ্ধাদের অধিকার যুক্ত করাসহ ৫ দাবি ২৫ ডিসেম্বর নতুন গণতান্ত্রিক জোয়ারের সূচনা হবে: আমীর খসরু ১ জানুয়ারি শিক্ষার্থীরা সব নতুন বই পাবে: উপদেষ্টা মেসির কাছে ক্ষমা চাইলেন মমতা, সল্টলেকের ঘটনায় তদন্ত কমিটি গঠন ব্রাজিলের বিচারকের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রত্যাহার জাতিসংঘ: পশ্চিম তীরে ইসরাইলি বসতি ২০১৭ সালের পর সর্বোচ্চ যুদ্ধবিরতির আহ্বানের পরও থাইল্যান্ডের বোমাবর্ষণ: কম্বোডিয়া

অর্থনীতি

একের পর এক চালের জাহাজ আসছে বন্দরে

 প্রকাশিত: ০৭:২৭, ১৩ জানুয়ারি ২০২৫

একের পর এক চালের জাহাজ আসছে বন্দরে

অন্তবর্তী সরকারের আমদানি করা চালের জাহাজ একের পর এক আসছে বন্দরে। রোববার (১২ জানুয়ারি) ভারত থেকে ২৬ হাজার ৯৩৫ টন চাল নিয়ে জেটিতে আসা এ সরকারের আমলে চালের দ্বিতীয় জাহাজ থেকে খালাস শুরু হয়েছে।

দুই-দিনের মধ্যে ভিড়বে মায়ানমার থেকে চাল নিয়ে আসা দুইটি জাহাজ। এর মধ্যে ‘এমভি গোল্ডেন স্টার’ নামের জাহাজে থাকবে ২২ হাজার টন, অপরটিতে আড়াই হাজার টন।

মায়ানমার থেকে মোট ১ লাখ ৫ হাজার টন চাল আমদানি করা হচ্ছে।  
খাদ্য অধিদপ্তরের চলাচল ও সংরক্ষণ নিয়ন্ত্রক জ্ঞানপ্রিয় বিদূর্শী চাকমা বাংলানিউজকে এসব তথ্য জানান।

তিনি জানান, উন্মুক্ত দরপত্র চুক্তির আওতায় ভারতের অন্ধ্র প্রদেশের কাকিনাডা বন্দর থেকে চাল বোঝাই ‘এমবি এসডিআর ইউনিভার্স’ জাহাজটি শনিবার (১১ জানুয়ারি) রাত ৭টা ১৫ মিনিটে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছে। রোববার (১২ জানুয়ারি) বেলা ১১টার দিকে জাহাজটি বন্দর জেটিতে আনা হয়। এরপর নমুনা সংগ্রহ ও পরীক্ষা শেষে বিকেল সাড়ে ৫টা থেকে চাল খালাস শুরু হয়। আশাকরি, ৭-৮ দিনের মধ্যে জাহাজের সব চাল খালাস করা সম্ভব হবে। কয়েকশ’ ট্রাকের সাহায্যে এসব চাল পৌঁছে যাচ্ছে চট্টগ্রাম, ঢাকা ও সিলেটের বিভিন্ন স্টেশনে।  

এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ভারতের পাশাপাশি মায়ানমার থেকে আমদানি করা ১ লাখ ৫ হাজার টন আতপ চালের মধ্যে প্রথম দুইটি জাহাজ ১৪-১৫ জানুয়ারি বন্দরে ভিড়বে বলে আশা করা হচ্ছে।  

গত ১১ নভেম্বর প্রথম দফায় ভারত থেকে ‘MV TANAIS DREAM' জাহাজে ২৪ হাজার ৬৯০ মেট্রিক টন চাল আসে চট্টগ্রাম বন্দরে। এটি ছিল অন্তবর্তী সরকারের আমলে ভারত থেকে আমদানি করা প্রথম চালের জাহাজ। জাহাজের চালের নমুনা সংগ্রহপূর্বক ভৌত পরীক্ষা শেষে নিয়মিত প্রক্রিয়ার মাধ্যমে চাল খালাস শেষ হয়। ২৬ ডিসেম্বর রাত ৯টায় শুরু হয়ে চাল খালাস চলে ৩ জানুয়ারি বিকেল ৫টা পর্যন্ত। এ সময় চালগুলো খাদ্য অধিদপ্তরের পরিবহন ঠিকাদারের ট্রাকযোগে পাঠিয়ে দেওয়া হয় চট্টগ্রামের দেওয়ানহাট, সিলেট, ঢাকার তেজগাঁও, নারায়ণগঞ্জসহ বিভিন্ন স্থানে।