শুক্রবার ২৪ অক্টোবর ২০২৫, কার্তিক ৯ ১৪৩২, ০২ জমাদিউল আউয়াল ১৪৪৭

ব্রেকিং

যুদ্ধবিরতির পরও গাজায় দুর্ভিক্ষ কমেনি : ডব্লিওএইচও চতুর্থ মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হবেন ব্রাজিলের লুলা রাশিয়ার সম্পদ ব্যবহার করে ইউক্রেনকে সহায়তার পথে অগ্রগতি ইইউ’র আমেরিকার কাছে ভেনিজুয়েলার মাদুরো: ‘দয়া করে কোনো পাগলাটে যুদ্ধ নয়!’ দেশের ৩ বিভাগে বৃষ্টির আভাস | পলাতক আসামি প্রার্থী হতে পারবে না, সংশোধিত আরপিও অনুমোদন কিছু দল নির্বাচন পেছানোর চেষ্টা করছে, জনগণ সেই ফাঁদে পা দেবে না: মির্জা ফখরুল ডেঙ্গু: হাসপাতালে ভর্তি ৬৩ হাজার ছাড়াল শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধের বিচারে যা প্রমাণ করেছি সেটা সন্দেহাতীত : এটর্নি জেনারেল হাসিনা পালিয়ে যাননি, চলে যেতে বাধ্য করা হয়েছে: আইনজীবী টাইফয়েড টিকা সম্পূর্ণ নিরাপদ-হালাল, বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদিত টোগো বাস দুর্ঘটনায় ৫ ফরাসি দাতব্য কর্মী নিহত ক্যাম্বোডিয়ায় সাইবার জালিয়াতির অভিযোগে দ. কোরিয়ার ৫৭ ও চীনের ২৯ জন নাগরিক গ্রেফতার প্রথম যৌথ সম্মেলনে মিসরকে ৪ বিলিয়ন ইউরো সহায়তা ইইউ’র ট্রাইব্যুনালে হাসিনার রায় কবে, জানা যাবে ১৩ নভেম্বর অতীতের ভুলের জন্য নিঃশর্ত ক্ষমা চাইলেন জামায়াত আমির রোববারের মধ্যে যুবলীগ নেতা সম্রাটকে আদালতে হাজিরের নির্দেশ প্যাসিফিক জিনসের আট কারখানা সচল, মালিক-শ্রমিক-পুলিশে স্বস্তি প্রবাসী করদাতাদের জন্য ই-রিটার্ন দাখিল সহজ হল জুলাই আন্দোলন: ইরেশ যাকেরকে অব্যাহতি দিতে দেখানো হলো তিন কারণ আরও ৩০ ফিলিস্তিনির লাশ হস্তান্তর করল ইসরায়েল কোনো ফরম্যাট থেকে অবসর নিইনি, দেশের মাটিতে বিদায় নিতে চাই: সাকিব

জাতীয়

ডিএমপি কমিশনার: নাশকতা নয়, মগবাজারে গ্যাস থেকে বিস্ফোরণ

 প্রকাশিত: ০৮:১৮, ২৮ জুন ২০২১

ডিএমপি কমিশনার: নাশকতা নয়, মগবাজারে গ্যাস থেকে বিস্ফোরণ

  ঢাকা মগবাজারে বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা নাশকাত থেকে নয়, গ্যাস থেকে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম।

(ডিএমপি) কমিশনার গত রবিবার রাতে ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এ কথা জানান।
নাশকতার ঘটনা কিনা এমন প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, নাশকতা হলে সেখানে স্প্লিন্টার পাওয়া যেত, বোমার বিস্ফোরণ হতো। স্প্লিন্টারের আঘাতে মানুষ ক্ষতবিক্ষত হতো কিন্তু বাসে কোনো স্প্লিন্টারের কণা পাওয়া যায়নি। অতএব নিশ্চিতভাবে বলা যায় গ্যাস থেকেই বিস্ফোরণ ঘটেছে, বোমার কোনো ঘটনা এখানে নাই।

(ডিএমপি)তিনি আরো জানান, বিস্ফোরণে আশপাশের সাতটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া তিনটি বাসও ক্ষতিগ্রস্ত হয়েছে। এসময় তিনি আরও বলেন, ফায়ার সার্ভিসের মাধ্যমে জানতে পেরেছি, এখন পর্যন্ত সাতজন নিহত হয়েছেন। ফায়ার সার্ভিস থেকে তদন্ত কমিটি গঠন করা হবে। তারা চাইলে পুলিশ কমিটিতে থাকবে।

প্রসঙ্গত, এর আগে গত রবিবার সন্ধ্যা সাড়ে ৭টায় মগবাজার ওয়্যারলেস এলাকায় তিনতলা ভবনের নিচতলায় ভয়াবহ এ বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণে এ পর্যন্ত মৃত্যু হয়েছে সাতজনের। এ ঘটনায় দগ্ধ ও আহতদের মধ্যে ১৭ জন‌কে শেখ হা‌সিনা বার্ন অ্যান্ড প্লা‌স্টিক সার্জা‌রি ইন‌স্টি‌টিউট হাসপাতালে ভর্তি করা হয়েছে। তা‌দের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। তা‌দের প্রত্যেকের শরীরের ৯০ শতাংশ পুড়ে গেছে।

অনলাইন নিউজ পোর্টাল