বুধবার ১৭ সেপ্টেম্বর ২০২৫, আশ্বিন ২ ১৪৩২, ২৪ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

ঈদের পূর্বে টিকা পাওয়ার আকাঙ্খা পররাষ্ট্রমন্ত্রীর

 প্রকাশিত: ১৫:৫০, ৪ মে ২০২১

ঈদের পূর্বে টিকা পাওয়ার আকাঙ্খা পররাষ্ট্রমন্ত্রীর

পবিত্র ঈদুল ফিতরের আগেই চীন থেকে টিকা পাওয়ার প্রত্যাশা করছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তিনি বলেছেন, ঈদের আগে টিকা দেয়ার জন্য চীন সরকার কাজ শুরু করেছে।
মঙ্গলবার গণমাধ্যমকে তিনি আরো বলেন, ঢাকার চীনা রাষ্ট্রদূতও এ বিষয়ে আশ্বাস দিয়েছেন। আমরা এ বিষয়ে আশাবাদী।

ড. এ কে আব্দুল মোমেন বলেন, চীনে মে দিবসের পাঁচদিনব্যাপী ছুটি চলছে। এ ছুটি ৫ মে শেষ হবে। ছুটির কারণে সেখানে সব কিছু বন্ধ রয়েছে।

তিনি আরো বলেন, এছাড়া আমরা ভ্যাকসিন পেতে বিভিন্ন দেশের সঙ্গেও যোগাযোগ করেছি। টিকা পেতে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের সঙ্গেও আলোচনা চলছে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা জেনেছি যুক্তরাষ্ট্রের কাছে অ্যাস্ট্রেজেনেকার ৬০ মিলিয়ন ডোজ ভ্যাকসিন রয়েছে। আমরা চিঠির মাধ্যমে তাদের কাছে ভ্যাকসিন চেয়েছি। আমরা বলেছি, তোমরা অনুদান হিসেবে আমাদের দাও, যদি তা না হয় তোমরা চাইলে আমরা কিনে নিতেও রাজি আছি। তারা (যুক্তরাষ্ট্র) এখনো আমাদের চিঠির জবাব দেয়নি। আমরা চেষ্টা করছি, যুক্তরাষ্ট্র থেকেও যেন ভ্যাকসিন পাই।

অনলাইন নিউজ পোর্টাল