তারেক রহমানের সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শ্রদ্ধা জানিয়ে শোকবার্তা পাঠিয়েছে প্রতিবেশী ভারত।
বুধবার (৩১ ডিসেম্বর) দুপুরে জাতীয় সংসদ ভবনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে তার হাতে শোকবার্তা হস্তান্তর করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর।
বিএনপির মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়।
খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠানে যোগ দিতে দুপুর পৌনে ১২টার দিকে ভারতীয় বিমানবাহিনীর একটি বিশেষ ফ্লাইটে ঢাকায় আসেন জয়শঙ্কর।
দুপুর ২টায় জাতীয় সংসদ এলাকায় খালেদা জিয়ার জানাজা সম্পন্ন হবে।