বুধবার ৩১ ডিসেম্বর ২০২৫, পৌষ ১৭ ১৪৩২, ১১ রজব ১৪৪৭

জাতীয়

ভোর থেকেই মানিক মিয়া অ্যাভিনিউয়ে মানুষের জোয়ার

 আপডেট: ১১:৪৮, ৩১ ডিসেম্বর ২০২৫

ভোর থেকেই মানিক মিয়া অ্যাভিনিউয়ে মানুষের জোয়ার

কেউ আসছেন একাই, কেউ বন্ধু-স্বজন সমেত। খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ভোর থেকে মানিক মিয়া অ্যাভিনিউতে মানুষের জোয়ার বইছে। 

তীব্র শীতের মধ্যেও রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থান থেকে মানিক মিয়া অ্যাভিনিউতে মানুষ জড়ো হচ্ছেন। 

বুধবার (৩১ ডিসেম্বর) সকালে ফার্মগেট, ধানমন্ডি-২৭, খামারবাড়ি এলাকা ঘুরে দেখা যায়, হাজার হাজার মানুষ হেঁটে মানিক মিয়াতে যাচ্ছেন।

তারা সবাই বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসেছেন। দুপুর ২টায় তার জানাজা অনুষ্ঠিত হবে। 

এরই মধ্যে তার জানাজায় যোগ দিতে একাধিক দেশের পরররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে এসেছেন। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মাওলানা আব্দুল মালেক জানাজার নামাজ পড়াবেন।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়া মারা গেছেন। খালেদা জিয়ার মৃত্যুতে বুধবার একদিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। এজন্য রাজধানীর বিভিন্ন মার্কেট বন্ধ রাখা হয়েছে। সেই সঙ্গে দেশে বুধবার থেকে শুক্রবার পর্যন্ত তিনদিনের শোক ঘোষণা করেছে সরকার।