চুয়াডাঙ্গায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা, ৮.২ ডিগ্রি সেলসিয়াস
চারদিন ধরে ঘন কুয়াশা ঢাকা চুয়াডাঙ্গায় তাপমাত্রা হঠাৎ ৮ দশমিক ২ ডিগ্রিতে নেমেছে। যা চলতি মৌসুমে জেলার সর্বনিম্ন তাপমাত্রা। সেই সঙ্গে হিমেল বাতাসও আছে। ফলে তীব্র শীতে কাঁপছে পুরো চুয়াডাঙ্গা।
বুধবার সকাল ৬টায় এই তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছেন চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের পর্যবেক্ষক আলতাফ হোসেন।
এদিকে কয়েকদিনের আবহাওয়ার এই চরম অবস্থায় মানুষ মাঠে কাজ করতে পারেনি। শীত উপেক্ষা করে সকালের দিকেই শহরে এসেও কাজ মেলেনি দিনমজুরদের।
বুধবার কাজের সন্ধানে আসা কালাম মণ্ডল বলেন, কয়েকদিন ধরে যেমন কুয়াশা তেমন ঠান্ডা হাওয়া। চারদিন ধরে সূর্যের দেখা নাই, কাজ-কামও নাই। তবে, আজকের মত এতো শীত ছিল না। আজকেও মনে হয় খালি হাতেই ফিরতে হবে।
এদিকে দেখা দিয়েছে ঠান্ডাজনিত নানা রোগবালাই। জেলার হাসপাতালগুলোতে রোগির চাপ অব্যাহত রয়েছে।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসা নিতে আসা সদর উপজেলার গাড়াবাড়িয়া গ্রামের নজরুল ইসলাম বলেন, শীতের কারণে কোনো কাজ করতে পারছি না। তারওপর শ্বাসকষ্ট হচ্ছে। ঠান্ডাও লেগেছে। এজন্য ডাক্তারের কাছে এসেছি।
সদর উপজেলার যদুপুর গ্রামের ভানু খাতুন বলেন, “ডায়রিয়া মত হয়েছে। তাই ডাক্তারের কাছে এসেছি।”
এছাড়া চুয়াডাঙ্গার কৃষকরা শঙ্কিত আছেন বোরো মৌসুমের বীজতলা নিয়ে। কুয়াশার কারণে বীজতলা নষ্ট হয়ে যাওয়ার আশংকা করছেন তারা।
সদর উপজেলার মনিরামপুর গ্রামের কৃষক রফিকুল ইসলাম বলেন, “মাঠে এখন অনেক কাজ। কোনো কাজ করা যাচ্ছে না। কুয়াশা ও শীতে কাজ করতে পারছি না। ক্ষেতের ফসল নষ্ট হয়ে যাওয়ার ভয় আছে।”