ভূমিকম্প: গ্যাস অনুসন্ধান ৪৮ ঘণ্টা বন্ধ
দেশে ঘন ঘন ভূমিকম্পের ঘটনায় জননিরাপত্তার কথা ভেবে কূপ খনন করে তেল-গ্যাস অনুসন্ধান প্রক্রিয়া ৪৮ ঘণ্টার জন্য বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে।
রোববার রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান পেট্রোবাংলার পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়।
শুক্রবার সকালে ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে ঢাকাসহ দেশের অধিকাংশ এলাকা। প্রায় ২৪ ঘন্টা মাথায় পরের দিন সকালে আবারও মাঝারি মাত্রায় ভূকম্পন অনুভূত হয়; বিকালে হয় আরও দুই দফা।
এ পরিস্থিতিতে যেকোনো ধরনের গভীর কূপ খনন বন্ধ রাখার পরামর্শ আসে ভূতত্ত্ববিদদের কাছ থেকে। পরে সরকারের পক্ষ থেকে কূপ খনন বন্ধের সিদ্ধান্তের কথা জানান হয়।
পেট্রোবাংলার সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “দেশে ভূমিকম্পজনিত সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়ানোর লক্ষ্যে পেট্রোবাংলার আওতাধীন কোম্পানিগুলোর কূপ খনন ও সাইসমিক জরিপসংক্রান্ত যন্ত্রপাতি, সংশ্লিষ্ট কর্মীদের নিরাপত্তা ও সর্বসাধারণ তথা জননিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে আগামী ৪৮ ঘণ্টা (২৫ নভেম্বর সকাল ৮টা পর্যন্ত) সব ধরনের কূপ খনন ও সাইসমিক জরিপ কার্যক্রম স্থগিত করা হয়েছে।
“পরিস্থিতি স্বাভাবিক থাকলে ২৫ নভেম্বর সকাল ৮টার পর পুনরায় কূপ খনন ও জরিপ কার্যক্রম শুরু করা হবে।”
বর্তমানে শ্রীকাইল-৫, হবিগঞ্জ-৫, কৈলাশটিলা-১, বিয়ানীবাজার-২, সিলেট-১১, সিলেট-১০ এক্স ও রশিদপুর-১১ নম্বর কূপে অনুসন্ধান ও ওয়ার্কওভার কার্যক্রম চলমান রয়েছে।
এছাড়া নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে জরিপ কার্যক্রম চলছে।