বুধবার ১২ নভেম্বর ২০২৫, কার্তিক ২৮ ১৪৩২, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৭

ব্রেকিং

অন্তঃকোন্দলে ‘২ লাখ টাকায় ভাড়াটে খুনি’ দিয়ে মামুনকে হত্যা: ডিবি ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৩৯ সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের বাড়িতে তল্লাশি, আটক ৬ হাইকোর্ট বিভাগে ৬৭ বেঞ্চ পুনর্গঠন করেছেন প্রধান বিচারপতি দেড়শ ছাড়িয়ে জয়, রান পাহাড়ের পথে বাংলাদেশ চীন সফরে স্পেনের রাজা ফিলিপ বিবিসির বিরুদ্ধে মামলা করার ‘দায়বদ্ধতা’ রয়েছে : ট্রাম্প মধ্যপ্রাচ্যের সংকটের মধ্যে ইরাকে ভোটগ্রহণ শপথ নিলেন ২১ বিচারপতি কেরাণীগঞ্জে শিশুকে অপহরণের পর হত্যা, যুবকের মৃত্যুদণ্ড ব্রাহ্মণবাড়িয়ায় গ্রামীণ ব্যাংকে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ রমনা থানার সামনে পুলিশের গাড়িতে আগুন, উত্তরায় মাইক্রোবাসে এবার মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুলে পেট্রোলবোমা গাজীপুরে তিন বাসে আগুন ঢাবির পাঁচ ভবনে নিষিদ্ধ ছাত্রলীগের তালা ঢাকা ও আশপাশের জেলায় বিজিবি মোতায়েন শীর্ষ সন্ত্রাসী মামুন হত্যা: ২ শ্যুটারসহ গ্রেপ্তার ৫

ইসলাম

হায়েজ অবস্থায় সায়ী করলে কি হজ্ব সহীহ হয় এবং এতে কোনো দম বা সদকা ওয়াজিব হয় কি?

 প্রকাশিত: ১৮:১৭, ১২ নভেম্বর ২০২৫

হায়েজ অবস্থায় সায়ী করলে কি হজ্ব সহীহ হয় এবং এতে কোনো দম বা সদকা ওয়াজিব হয় কি?

প্রশ্নহুজুর, আমি এ বছর আমার স্বামীর সঙ্গে হজ্বে যাই। তাওয়াফে যিয়ারত সম্পন্ন করার পর আমার পিরিয়ড শুরু হয়ে যায়। তথাপি আমি এ অবস্থায় সায়ী করে ফেলি। পরে এ নিয়ে খুবই পেরেশানী অনুভব হয়। আমার স্বামী ব্যাপারটি বুঝতে পেরে বলেন, এতে কোনো সমস্যা নেই। সায়ী করার জন্য পবিত্রতা শর্ত নয়।

হুজুরের কাছে জানতে চাই, আমার স্বামীর কথা কি ঠিক? এক্ষেত্রে আমার ওপর কি কোনো দম বা সদকা ওয়াজিব হয়েছে?

উত্তরসায়ী পবিত্র অবস্থায় করা সুন্নত। তবে হায়েয অবস্থায় সায়ী করলেও তা আদায় হয়ে যায়। তাই আপনার উক্ত সায়ী আদায় হয়ে গেছে। এ কারণে আপনার ওপর কোনো জরিমানা ওয়াজিব হয়নি। তবে তাওয়াফের জন্য পবিত্র হওয়া শর্ত।

আবদুল্লাহ ইবনে উমর রা. বলেন–

إذَا طَافَتْ بِالْبَيْتِ، ثُمَّ حَاضَتْ قَبْلَ أَنْ تَسْعَى بَيْنَ الصَّفَا وَالْمَرْوَةِ، فَلْتَسْعَ بَيْنَ الصَّفَا وَالْمَرْوَةِ.

বাইতুল্লাহর তাওয়াফ সম্পন্ন করার পর সায়ী করার পূর্বে যদি কারো হায়েয এসে যায়, তাহলে সে উক্ত অবস্থায় সায়ী করে নিতে পারবে। (মুসান্নাফে ইবনে আবী শাইবা, বর্ণনা ১৪৫৮৩)

* >المحيط الرضوي< ২/১৯৮ : والحيض والجنابة لا تمنع صحة السعي؛ لقوله ‘ لعائشة رضي الله عنها: >اصنعي ما يصنع الحاج، غير أنك لا تطوفي بالبيت<. ولأن السعي ليس بصلاة حقيقة ولا حكما، فإنه لا تعلق له بالبيت، فلم تكن الطهارة شرطا لصحته، كالوقوف بعرفة.

–সহীহ বুখারী, হাদীস ৩০৫; আলমাবসূত, সারাখসী ৪/৫১; বাদায়েউস সানায়ে ২/৩১৯; আলমাসালিক ফিল মানাসিক ১/৪৭০; গুনইয়াতুন নাসিক, পৃ. ১৩৫

মাসিক আলকাউসার