মঙ্গলবার ১১ নভেম্বর ২০২৫, কার্তিক ২৭ ১৪৩২, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

আওয়ামী লীগের কর্মসূচি নিয়ে আইনশৃঙ্খলা বাহিনী শক্ত অবস্থানে: উপদেষ্টা

 প্রকাশিত: ১৪:১১, ১১ নভেম্বর ২০২৫

আওয়ামী লীগের কর্মসূচি নিয়ে আইনশৃঙ্খলা বাহিনী শক্ত অবস্থানে: উপদেষ্টা

কার্যক্রমে নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের ১৩ নভেম্বরের কর্মসূচি ঘিরে আইনশৃঙ্খলা বাহিনী শক্ত অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।

তিনি বলেছেন, “১৩ তারিখের ঘটনা নিয়ে আইনশৃঙ্খলা বাহিনী শক্ত অবস্থানে নিয়েছে; শক্ত অবস্থানে থাকবে। পরিস্থিতি নরমাল থাকবে।

“কোনো ধরনের আশঙ্কা নেই। সন্ত্রাসীদের কোনো ছাড় নেই, ছাড় দেওয়া হবে না।”

মঙ্গলবার সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত এক বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ কথা বলেন।

আইনশৃঙ্খলা রক্ষায় সবার সহযোগিতা চেয়ে তিনি বলেন, “সন্দেহভাজন কাউকে দেখলেই সাথে সাথে আইনশৃঙ্খলা বাহিনীকে জানান।”

জুলাই অভ্যুত্থান দমাতে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচারের রায় ঘনিয়ে আসায় ১০ থেকে ১৩ নভেম্বর বিক্ষোভের কর্মসূচি দিয়েছে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ। দলটির বিরুদ্ধে আন্দোলনে ‘হামলা ও মানুষ হত্যার’ অভিযোগ আনা হয়েছে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, মেট্রোরেল এলাকা, রেলওয়েসহ কেপিআইভুক্ত স্থাপনাগুলোতে নিরাপত্তা জোরদার করার বিষয়ে এক প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “পেট্রোলিং বাড়ানো হয়েছে, কেপিআইগুলোতে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে, বাসে আগুন দেওয়া জন্য যে রাস্তা থেকে তেল নেওয়া হয়, সেগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর ডিউটি বৃদ্ধি করা হয়েছে।”

তিনি বলেন, “আপনারা অনেক সময় বলেন, ‘সন্ত্রাসীরা খুব তাড়াতাড়ি জামিন পেয়ে যায়’। জামিন যেন সহজে না পায়, সেজন্য তাদেরও রিকোয়েস্ট করব—যারা জামিন দেয়, অন্তত সন্ত্রাসীদের যেন সহজে জামিন না দেয়।”

গেল দুদিন ধরে বাসে আগুন, ককটেল বিস্ফোরণের বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর বলেন, “এখানে গোয়েন্দাদের কোনো ব্যর্থতা নেই। এগুলো যেন আর না হয়, সে ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে।

“এগুলো যারা করছে তারা দুষ্কৃতিকারী। এসব দুষ্কৃতিকারীদের প্রতিহত করা শুধু আইনশৃঙ্খলা বাহিনীর কাজ নয়, সবাইকে এগিয়ে আসতে হবে।”

সীমান্ত দিয়ে যেন কোন সন্ত্রাসী দেশে আসতে না পারে সে ব্যাপারে সীমান্ত বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে বলে এক প্রশ্নের জবাবে জানান তিনি।

আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়ক হিসেবে ৪০ হাজার বডি-ওর্ন ক্যামেরা (বডিক্যাম) কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচনের সময়য় পুলিশের বডি ক্যামেরার বিষয়টি দু একদিনের মধ্যে সম্পন্ন হয়ে যাবে বলে তথ্য দেন উপদেষ্টা।

বৈঠকে সবচেয়ে নির্বাচনের প্রস্তুতি নিয়েই বেশি আলোচনা হয়েছে উল্লেখ করে জাহাঙ্গীর আলম বলেন, “নির্বাচনের প্রস্তুতি ভালোই সন্তোষজনক। সব বাহিনীর ট্রেনিং প্রায় শেষ পর্যায়ে।”

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “নির্বাচনে পুলিশ প্রায় দেড় লাখ, সেনাবাহিনী এক লাখের মতো থাকবে, বিজিবি ৩৫ হাজারের মতো, আনসার প্রায় সাড়ে পাঁচ লাখ, নৌবাহিনী সাড়ে চার হাজার, কোস্ট গার্ড চার হাজারের মতো থাকবে।”

লুট হওয়া অস্ত্র উদ্ধারের বিষয়ে তিনি বলেন, “অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান চলমান আছে এবং এটা আরো বেগবান করা হবে। কিছু অস্ত্র এখনো বাইরে রয়ে গেছে, সেগুলো যাতে তাড়াতাড়ি উদ্ধার করতে পারি—এটার সব ধরনের চেষ্টা করা হচ্ছে।”

মাদক প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “আরাকানের ওদিক থেকে ইয়াবা আসে, একটু কমেছে। তবুও মাদকের ব্যাপারে সন্তোষজনক নয়। গ্রামেগঞ্জে ওই জিনিসটা ছড়িয়ে পড়েছে।”

ঢাকা ও চট্টগ্রামে প্রকাশ্যে গুলিতে হতাহতের বিষয়ে তিনি বলেন, “এগুলো সন্ত্রাসীদের নিজেদের মধ্যে হয়েছে, আইনের আওতায় নেওয়া হচ্ছে। চট্টগ্রামে কয়েকজন গ্রেপ্তার হয়েছে।”