রোববার ২১ ডিসেম্বর ২০২৫, পৌষ ৭ ১৪৩২, ০১ রজব ১৪৪৭

ব্রেকিং

মগবাজারে ‘বাসি খাবার’ খেয়ে দুই শিশুর মৃত্যু আইনশৃঙ্খলা নিয়ে তিন বাহিনীর প্রধানের সঙ্গে ইসির বৈঠক রাবির আওয়ামীপন্থি ৬ ডিনের পদত্যাগের দাবিতে চেম্বারে তালা তারেক রহমানের প্রত্যাবর্তনে গণতন্ত্রের খুঁটিটা যেন মজবুত হয়: সালাহউদ্দিন ফেরি থেকে ট্রাকসহ পাঁচ যান ধলেশ্বরীতে: ৩ জনের মৃত্যু ছায়ানটে হামলার ঘটনায় মামলা, আসামি সাড়ে তিনশ সেনাবাহিনীর শান্তিরক্ষীদের জানাজা অনুষ্ঠিত হাদির সমাধিস্থল নিয়ে ছড়ানো ছবি বানোয়াট-উদ্দেশ্যপ্রণোদিত গাজার ধ্বংসস্তূপে একদিনে মিলল ৯৪ জনের দেহাবশেষ ভেনেজুয়েলা উপকূলে দ্বিতীয় তেল ট্যাঙ্কার জব্দ যুক্তরাষ্ট্রের যুদ্ধ অবসানের দায় ইউক্রেন ও এর মিত্রদের : পুতিন পশ্চিম তীরে দুই ফিলিস্তিনিকে হত্যার দাবি ইসরাইলি সেনাবাহিনীর ইউক্রেন যুদ্ধ নিয়ে মাখোঁর সঙ্গে আলোচনায় প্রস্তুত পুতিন

জাতীয়

ভোটের তারিখ নির্ভর করছে সংস্কারের ওপর: প্রেস সচিব

 প্রকাশিত: ২০:৫৩, ২৯ জানুয়ারি ২০২৫

ভোটের তারিখ নির্ভর করছে সংস্কারের ওপর: প্রেস সচিব

ভোট কবে হবে তা অন্তর্বর্তী সরকারের সংস্কারের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

নির্বাচনের জন্য এক থেকে দেড় বছর অপেক্ষার ধারণা দিয়ে তিনি বলেছেন, “আমরা আমাদের অবস্থান খুব বারবার স্পষ্ট করেছি। যদি কম রিফর্ম হয় তাহলে এ বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচনটা হবে।

“যদি পার্টিগুলো মনে করে আরও রিফর্ম চাই এ সরকারের কাছে। সেক্ষেত্রে আরও ছয় মাস এটা এক্সটেন্ড (বাড়ানো) করা যেতে পারে। মানে আগামী বছরের জুনের মধ্যে হতে পারে। অন্তর্বর্তীকালীন সরকার সরকারের উপদেষ্টারা এবং প্রধান উপদেষ্টা বারবার এটা বলেছেন।”


রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে বুধবার এক ব্রিফিংয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নে কথা বলছিলেন প্রেস সচিব। সেখানে আওয়ামী লীগের প্রতিবাদ কর্মসূচি, সরকারি সাত কলেজের বিষয়ে সরকারের সিদ্ধান্তসহ ভোটের বিষয়টি নিয়েও প্রশ্ন করেন সাংবাদিকরা।

ছাত্র-জনতার গণআন্দোলনে আওয়ামী লীগ সরকারের বিদায়ের পর সংষ্কারের প্রত্যয় নিয়ে মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়। এরপর পুলিশ, প্রশাসন, বিচার, অর্থনীতি, সংবিধানসহ বিভিন্ন খাতের সংস্কার উদ্যোগের মধ্যে গত পাঁচ মাসে বারবার নির্বাচনের তারিখ কিংবা অন্তবর্র্তী সরকারের সময়সীমা নিয়ে প্রশ্ন এসেছে।

দ্রুত সংস্কার শেষ করে সরকারকে নির্বাচনের পথে যেতে বলছে বিভিন্ন রাজনৈতিক দল। বিএনপি নেতাকর্মীদের বক্তব্যেও নির্বাচনের দাবি এখন ‘জোরালো’।

বিষয়টি নিয়ে বুধবার এক প্রশ্নে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, “…নির্বাচন কমিশন একটা ইন্ডিপেন্ডেন্ট বডি। তারা তাদের কথা বলছে। এটা নিয়ে সামনে আরও কথা হবে। কিন্তু তার আগে যেটা খুব প্রয়োজন, যেটা নিয়ে কাজ হচ্ছে তা হল রিফর্ম।”

ফেব্রুয়ারি মাসের মাঝামাঝিতে সংস্কার কমিশনগুলো তাদের প্রতিবেদন দেবে জানিয়ে শফিকুল আলম বলেন, “রিফর্মের রিপোর্টগুলো পাওয়ার পর কনসেন্সাস (ঐকমত্য) কমিশন কাজ করবে। রিফর্মের ওপর নির্ভর করবে এক্স্যাক্টলি কবে ভোটটা হবে।”