শুক্রবার ১২ ডিসেম্বর ২০২৫, অগ্রাহায়ণ ২৭ ১৪৩২, ২১ জমাদিউস সানি ১৪৪৭

ব্রেকিং

তফসিল ঘোষণা: সংসদ নির্বাচন ও গণভোট ১২ ফেব্রুয়ারি গণঅধিকারের সঙ্গে আসিফের ‘আলাপ’, মাহফুজের খবর নেই তারেক রহমানের ফেরার দিন যেন বাংলাদেশ কেঁপে ওঠে: ফখরুল ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪১১ শুক্রবার থেকে সারাদেশে নামছে নির্বাহী ম্যাজিস্ট্রেট রাখাইনে ‘হাসপাতালে মিয়ানমার জান্তার বিমান হামলায়’ নিহত অন্তত ৩০ সরকারি ব্যয় সংকোচনে ‘কিছুটা সফল’: ইলন মাস্ক গুলশানে ফ্ল্যাট জালিয়াতি : টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে দুদকের চার্জশিট স্কুলে হিজাব নিষিদ্ধ করতে যাচ্ছে অস্ট্রিয়া রোজা সামনে রেখে খেজুর আমদানিতে শুল্ক কমল চিকিৎসায় ‘রেসপন্স’ করছেন খালেদা জিয়া গোপালগঞ্জে কভার্ড ভ্যান চাপায় মোটরসাইকেল চালক নিহত ধনীদের জন্য চালু হল ট্রাম্পের ‘গোল্ড কার্ড’ ভিসা চীন-রাশিয়ার যৌথ যুদ্ধবিমান টহলে জাপান-ন্যাটো’র গভীর উদ্বেগ

জাতীয়

ভোটের তারিখ নির্ভর করছে সংস্কারের ওপর: প্রেস সচিব

 প্রকাশিত: ২০:৫৩, ২৯ জানুয়ারি ২০২৫

ভোটের তারিখ নির্ভর করছে সংস্কারের ওপর: প্রেস সচিব

ভোট কবে হবে তা অন্তর্বর্তী সরকারের সংস্কারের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

নির্বাচনের জন্য এক থেকে দেড় বছর অপেক্ষার ধারণা দিয়ে তিনি বলেছেন, “আমরা আমাদের অবস্থান খুব বারবার স্পষ্ট করেছি। যদি কম রিফর্ম হয় তাহলে এ বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচনটা হবে।

“যদি পার্টিগুলো মনে করে আরও রিফর্ম চাই এ সরকারের কাছে। সেক্ষেত্রে আরও ছয় মাস এটা এক্সটেন্ড (বাড়ানো) করা যেতে পারে। মানে আগামী বছরের জুনের মধ্যে হতে পারে। অন্তর্বর্তীকালীন সরকার সরকারের উপদেষ্টারা এবং প্রধান উপদেষ্টা বারবার এটা বলেছেন।”


রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে বুধবার এক ব্রিফিংয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নে কথা বলছিলেন প্রেস সচিব। সেখানে আওয়ামী লীগের প্রতিবাদ কর্মসূচি, সরকারি সাত কলেজের বিষয়ে সরকারের সিদ্ধান্তসহ ভোটের বিষয়টি নিয়েও প্রশ্ন করেন সাংবাদিকরা।

ছাত্র-জনতার গণআন্দোলনে আওয়ামী লীগ সরকারের বিদায়ের পর সংষ্কারের প্রত্যয় নিয়ে মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়। এরপর পুলিশ, প্রশাসন, বিচার, অর্থনীতি, সংবিধানসহ বিভিন্ন খাতের সংস্কার উদ্যোগের মধ্যে গত পাঁচ মাসে বারবার নির্বাচনের তারিখ কিংবা অন্তবর্র্তী সরকারের সময়সীমা নিয়ে প্রশ্ন এসেছে।

দ্রুত সংস্কার শেষ করে সরকারকে নির্বাচনের পথে যেতে বলছে বিভিন্ন রাজনৈতিক দল। বিএনপি নেতাকর্মীদের বক্তব্যেও নির্বাচনের দাবি এখন ‘জোরালো’।

বিষয়টি নিয়ে বুধবার এক প্রশ্নে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, “…নির্বাচন কমিশন একটা ইন্ডিপেন্ডেন্ট বডি। তারা তাদের কথা বলছে। এটা নিয়ে সামনে আরও কথা হবে। কিন্তু তার আগে যেটা খুব প্রয়োজন, যেটা নিয়ে কাজ হচ্ছে তা হল রিফর্ম।”

ফেব্রুয়ারি মাসের মাঝামাঝিতে সংস্কার কমিশনগুলো তাদের প্রতিবেদন দেবে জানিয়ে শফিকুল আলম বলেন, “রিফর্মের রিপোর্টগুলো পাওয়ার পর কনসেন্সাস (ঐকমত্য) কমিশন কাজ করবে। রিফর্মের ওপর নির্ভর করবে এক্স্যাক্টলি কবে ভোটটা হবে।”