রোববার ২৬ অক্টোবর ২০২৫, কার্তিক ১০ ১৪৩২, ০৪ জমাদিউল আউয়াল ১৪৪৭

ব্রেকিং

ভেনিজুয়েলার সেনাবাহিনী যুক্তরাষ্ট্রের ‘আজ্ঞাবহ’ সরকার প্রতিষ্ঠা মেনে নেবে না : প্রতিরক্ষামন্ত্রী উত্তর কোরীয় নেতা কিমের সঙ্গে সাক্ষাতে আগ্রহী ট্রাম্প যুদ্ধবিরতির পরও গাজায় দুর্ভিক্ষ কমেনি : ডব্লিওএইচও চতুর্থ মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হবেন ব্রাজিলের লুলা রাশিয়ার সম্পদ ব্যবহার করে ইউক্রেনকে সহায়তার পথে অগ্রগতি ইইউ’র আমেরিকার কাছে ভেনিজুয়েলার মাদুরো: ‘দয়া করে কোনো পাগলাটে যুদ্ধ নয়!’ দেশের ৩ বিভাগে বৃষ্টির আভাস | পলাতক আসামি প্রার্থী হতে পারবে না, সংশোধিত আরপিও অনুমোদন কিছু দল নির্বাচন পেছানোর চেষ্টা করছে, জনগণ সেই ফাঁদে পা দেবে না: মির্জা ফখরুল ডেঙ্গু: হাসপাতালে ভর্তি ৬৩ হাজার ছাড়াল শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধের বিচারে যা প্রমাণ করেছি সেটা সন্দেহাতীত : এটর্নি জেনারেল হাসিনা পালিয়ে যাননি, চলে যেতে বাধ্য করা হয়েছে: আইনজীবী টাইফয়েড টিকা সম্পূর্ণ নিরাপদ-হালাল, বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদিত টোগো বাস দুর্ঘটনায় ৫ ফরাসি দাতব্য কর্মী নিহত ক্যাম্বোডিয়ায় সাইবার জালিয়াতির অভিযোগে দ. কোরিয়ার ৫৭ ও চীনের ২৯ জন নাগরিক গ্রেফতার প্রথম যৌথ সম্মেলনে মিসরকে ৪ বিলিয়ন ইউরো সহায়তা ইইউ’র ট্রাইব্যুনালে হাসিনার রায় কবে, জানা যাবে ১৩ নভেম্বর অতীতের ভুলের জন্য নিঃশর্ত ক্ষমা চাইলেন জামায়াত আমির রোববারের মধ্যে যুবলীগ নেতা সম্রাটকে আদালতে হাজিরের নির্দেশ প্যাসিফিক জিনসের আট কারখানা সচল, মালিক-শ্রমিক-পুলিশে স্বস্তি প্রবাসী করদাতাদের জন্য ই-রিটার্ন দাখিল সহজ হল জুলাই আন্দোলন: ইরেশ যাকেরকে অব্যাহতি দিতে দেখানো হলো তিন কারণ আরও ৩০ ফিলিস্তিনির লাশ হস্তান্তর করল ইসরায়েল কোনো ফরম্যাট থেকে অবসর নিইনি, দেশের মাটিতে বিদায় নিতে চাই: সাকিব

জাতীয়

সুনামগঞ্জে পৃথক ঘটনায় ৩ শিশুসহ ৫ জনের মৃত্যু

 প্রকাশিত: ১৯:২৭, ৩০ জুন ২০২২

সুনামগঞ্জে পৃথক ঘটনায় ৩ শিশুসহ ৫ জনের মৃত্যু

সুনামগঞ্জে বিভিন্ন ঘটনায় একদিনে তিন শিশুসহ পাঁচজনের প্রাণহানী ঘটেছে। আহত হয়েছে আরও দুই শিশু। নিহদের মধ্যে, দুইজন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে, দু’জন পানিতে ডুবে এবং একজন আশ্রয়কেন্দ্রের ছাদ থেকে পড়ে মারা যায়।

বুধবার জেলার বিভিন্ন উপজেলায় এসব দুর্ঘটনা ঘটে। স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের সঙ্গে কথা বলে এসব তথ্য নিশ্চিত হওয়া গেছে।

দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) দেবদুলাল ধর জানান, উপহেলার জীবনপুরে মসজিদের মাইকে মাগরিবের আজান দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন মো. শামছুন নূর (৬৫)। তিনি জীবনপুর (সোনাইনগর) গ্রামের মৃত রোয়াব উল্ল্যাহর পুত্র। 

পাশের উপজেলা তাহিরপুরে বুধবার বিকেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায় আরও এক শিশু। উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের মাটিয়ান গ্রামে পল্লী বিদ্যুতের তারে জড়িয়ে গুরুতর আহত হয় মাহমুদ মিয়া। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. মির্জা রিয়াদ হাসান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

বুধবার বিকেলে সদর উপজেলার হবতপুর গ্রামে পানিতে ডুবে শিশু ইস্তাক আহমদের (৪) মৃত্যু হয়েছে। সে হবতপুর গ্রামের ইমাম হোসেনের ছেলে। বাড়ির পাশে বন্যার পানিতে পড়ে তলিয়ে যায় শিশুটি। পরে তাকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সুনামগঞ্জ সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে, বুধবার ভোররাতে জামালগঞ্জ উপজেলা থেকে মাছ নিয়ে মোহনগঞ্জ যাওয়ার পথে পাকনার হাওরে ঝড়ের কবলে পড়ে একটি নৌকা ডুবে যায়। এ ঘটনায় মাছ ব্যবসায়ী বিপ্টু মজুমদার (২২) নিখোঁজ হন। পরে, বুধবার সকালে তার লাশ উদ্ধার করা হয়। তিনি উপজেলার ফেনারবাক ইউনিয়নের চামারগাঁও গ্রামের বিধান মজুমদারের ছেলে।
জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর আবদুন নাসের জানান, বিপ্টু মাছ ব্যবসায়ী ছিলেন। বুধবার সকালে তার মরদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার বিকেলে তাহিরপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জিসান (১০) ও পারভেজ মিয়া (১১) নামের দুই শিশু আহত হয়েছে। আহতদের বাড়ি উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের মানিকখিলা গ্রামে।

বুধবার সকালে জগন্নাথপুরে একটি আশ্রয়কেন্দ্রের তিনতলা ভবন থেকে পড়ে জহিরুল ইসলাম (১২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সে পৌরসভার জগন্নাথপুর এলাকার উকিল আলীর পুত্র।

স্থানীয়রা জানান, জগন্নাথপুর পৌরসভার জগন্নাথপুর এলাকার উকিল আলীর বসতঘরে পানি উঠে যাওয়ায় তিনি পরিবার পরিজন নিয়ে আশ্রয় নেন স্থানীয় এক প্রবাসীর বাড়ির তিন তলা ভবনের ছাদে। বুধবার সকালের দিকে ছাদে উঠে একটি চেয়ারে বসতে গিয়ে অসাবধানতাবশত ছাদ থেকে নিচে পড়ে যায় জহিরুল। স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর শফিকুল হক।