মেহেরপুর সীমান্তে নারী ও শিশুসহ ৩০ জনকে পুশ ইন
মেহেরপুর, ৩ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : মেহেরপুরের গাংনী সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ৩০ জনকে পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।
আজ বুধবার ভোররাতে গাংনী উপজেলার মথুরাপুর সীমান্তের ১৪০/৬ এস নম্বর এর কাছের এলাকায় বিএসএফ তাদের বাংলাদেশে ঠেলে দেয়। সীমান্ত পার হয়ে মাঠের মধ্যে ঘোরাফেরা করতে দেখে তেঁতুলবাড়িয়া বিওপি ক্যাম্পের সদস্যরা তাদের আটক করেন।
আটকদের মধ্যে ১৮ জন পুরুষ, ২ জন শিশু, ১২ জন নারী।
গাংনী থানার ওসি (তদন্ত) আল মামুন জানান, আজ সকালে বিএসএফ কর্তৃক পুশ ইন হওয়া ব্যক্তিদের থানায় হস্তান্তর করেছে বিজিবি। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। জিজ্ঞাসাবাদ শেষে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।