ব্রাহ্মণবাড়িয়ায় প্রায় কোটি টাকার ভারতীয় জিরা জব্দ
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় তিন হাজার কেজি ভারতীয় জিরা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার বিকালে উপজেলা ইসলামপুর এলাকায় বিজিবির অভিযানে এসব মশলা জব্দ করা হয় বলে জানিয়েছেন বিজিবি ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জব্বার আহমেদ।
অভিযানে ওই জিরা পাচারকাজে ব্যবহৃত একটি ট্রাকও আটক করা হয়।
এক প্রেসবিজ্ঞপ্তিতে লেফটেন্যান্ট কর্নেল জব্বার বলেন, এসব জিরা ঢাকা নেওয়া হচ্ছিল। জব্দ করা জিরা ও ট্রাকের আনুমানিক মূল্য ৯৮ লাখ টাকা। জব্দ করা জিরা আখাউড়া কাস্টমসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।
চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।