১৯ দেশের নাগরিকদের অভিবাসন আবেদন স্থগিত করল যুক্তরাষ্ট্র
মার্কিন যুক্তরাষ্ট্র ১৯টি দেশের নাগরিকদের অভিবাসন আবেদন স্থগিত করেছে। গতকাল মঙ্গলবার প্রকাশিত এক সরকারি নথি থেকে এ তথ্য জানা গেছে।
নথিতে বলা হয়েছে, অভিবাসনের ওপর ব্যাপক কঠোর ব্যবস্থা আরও জোরদার করার লক্ষ্যে মার্কিন সরকার এই পদক্ষেপ নিয়েছে।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
নথিতে বলা হয়েছে, গত জুন মাসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত ভ্রমণ নিষেধাজ্ঞার আওতায় থাকা দেশগুলোর নাগরিকদের জন্য গ্রিন কার্ড এবং নাগরিকত্ব প্রক্রিয়াকরণ স্থগিত করেছে মার্কিন নাগরিকত্ব ও অভিবাসন পরিষেবা।