বুধবার ০৩ ডিসেম্বর ২০২৫, অগ্রাহায়ণ ১৯ ১৪৩২, ১২ জমাদিউস সানি ১৪৪৭

ব্রেকিং

খালেদা জিয়ার চিকিৎসায় যুক্তরাজ্যের চিকিৎসক ঢাকায় ফেব্রুয়ারির নির্বাচন হবে সুষ্ঠু ও অংশগ্রহণমূলক: ড. ইউনূস পাঁচ দাবিতে ইডেনের শিক্ষার্থীদের সড়ক অবরোধ, আন্দোলনে শিক্ষকরাও ইন্দোনেশিয়ায় বন্যার্তদের কাছে সহায়তা পৌঁছেনি অন্তর্বর্তী সরকার গঠন ও শপথ নিয়ে আদেশ বৃহস্পতিবার আজ থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কমপ্লিট শাটডাউন দুই ব্যালটে মক ভোটিংয়ে গড়ে ৩.৫২ মিনিট সময় নিয়েছেন একজন ভোটার কালভার্ট সংস্কারে ট্রেন চলেছে এক লাইনে, কমলাপুরে সূচি বিপর্যয় ১১ ডিগ্রির ঘরে তাপমাত্রা, কমতে পারে আরও সিরিয়ায় হস্তক্ষেপ না করতে ইসরাইলকে সতর্ক করলেন ট্রাম্প ইন্দোনেশিয়ায় বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭১২

শিক্ষা

রাজবাড়ীতে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে আলোচনা সভা

 প্রকাশিত: ১৪:৫৩, ৩ ডিসেম্বর ২০২৫

রাজবাড়ীতে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে আলোচনা সভা

রাজবাড়ীতে নারী ও শিশু নির্যাতন, মানবপাচার এবং যৌতুক প্রতিরোধে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের মিলনায়তনে ইসলামিক ফাউন্ডেশন, রাজবাড়ীর আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

ইসলামিক ফাউন্ডেশন, রাজবাড়ীর উপ-পরিচালক এস এম হাফিজুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক  সুলতানা আক্তার। বিশেষ অতিথি হিসেবে ছিলেন রাজবাড়ী শ্রীপুর লজ্জতুন্নেছা কামিল মাদ্রাসার অধ্যক্ষ মো. হেমায়েত উদ্দিন।

অনুষ্ঠানে বক্তারা নারী ও শিশু নির্যাতন, মানবপাচার ও যৌতুকের মতো সামাজিক অপরাধ প্রতিরোধে পরিবার, সমাজ ও প্রশাসনের সমন্বিত প্রচেষ্টা তুলে ধরেন। মানবিক মূল্যবোধের চর্চা, পারস্পরিক শ্রদ্ধাবোধের বিকাশ, সচেতনতা বৃদ্ধি, নৈতিক এবং ধর্মীয়  শিক্ষা বিস্তারের মাধ্যমে এসব অপরাধ প্রতিরোধ করা সম্ভব বলে মত প্রকাশ করেন।

সভায় ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা, বিভিন্ন মসজিদের ইমাম ও মসজিদভিত্তিক কোরআন শিক্ষা কেন্দ্রের শিক্ষকবৃন্দসহ বিভিন্ন পেশার একশ প্রতিনিধি উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সমাজের প্রতিটি স্তরে নারী ও শিশু নির্যাতন , মানব পাচার ও যৌতুক প্রতিরোধে সুরক্ষা নিশ্চিত করতে জেলা প্রশাসন সার্বক্ষণিকভাবে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতে এই কার্যক্রম আরও জোরদার করতে আপনাদের পাশে থাকবে। এ ব্যাপারে তিনি নারী-পুরুষ সকলকে সচেতনভাবে এগিয়ে আসার আহ্বান জানান।