রোববার ২৮ ডিসেম্বর ২০২৫, পৌষ ১৪ ১৪৩২, ০৮ রজব ১৪৪৭

ব্রেকিং

ইইউ জানাল—ট্রাম্প বৈঠকের আগেও ইউক্রেন সমর্থন চলবে। গিনির নিরাপত্তা বাহিনীর সশস্ত্র গোষ্ঠী দমনের দাবি। তাৎক্ষণিক’ যুদ্ধবিরতিতে সম্মত থাইল্যান্ড-কম্বোডিয়া ফ্লোরিডায় ট্রাম্প ও জেলেনস্কির বৈঠক আগামীকাল। থাইল্যান্ড-কম্বোডিয়া সীমান্তে ‘তৎক্ষণাৎ’ যুদ্ধবিরতি ঘোষণা বিস্ফোরণে কেঁপে উঠল ইউক্রেনের রাজধানী কিয়েভ হন্ডুরাসের নতুন প্রেসিডেন্টকে অভিনন্দন স্পেনের ট্রাম্পের সঙ্গে শিগগিরই বৈঠক হবে : জেলেনস্কি মেক্সিকোতে বাস দুর্ঘটনায় নিহত ১০, আহত ৩২ বড়দিনে ৬০ বন্দিকে মুক্তি দিল ভেনিজুয়েলা সরকার মহানবীর (সা.) ন্যায়পরায়ণতার আলোকে দেশ গড়তে চাই: তারেক রহমান আধিপত্যবাদী শক্তির গুপ্তচরেরা ‘ষড়যন্ত্রে’ লিপ্ত: তারেক যেকোনো মূল্যে দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার আহ্বান তারেক রহমানের নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে চাই: তারেক রহমান আই হ্যাভ আ প্ল্যান: তারেক রহমান সকলকে কৃতজ্ঞতা জানালেন তারেক রহমান ঢাকায় নেমেই ইউনূসকে তারেকের ফোন, দিলেন ধন্যবাদ দেড় যুগ পর মাতৃভূমিতে পা রাখলেন তারেক রহমান ১৭ বছর পর দেশে তারেক রহমান, রাজধানীতে সর্বোচ্চ নিরাপত্তা বলয় তারেক রহমানকে স্বাগত জানিয়ে জামায়াত আমিরের পোস্ট

শিশু

ঝিনাইদহে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে যুবক নিহত

 প্রকাশিত: ১৯:৪৫, ২১ ডিসেম্বর ২০২৫

ঝিনাইদহে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে যুবক নিহত

শহরের ক্যাডেট কলেজ এলাকায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে তানভীর রহমান (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আকাশ হোসেন (২২) নামে অপর মোটরসাইকেল আরোহী আহত হয়েছেন। গতকাল শনিবার (২০ ডিসেম্বর) রাত ৮টার দিকে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কে ঝিনাইদহ ক্যাডেট কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তানভীর রহমান ঝিনাইদহ পৌর এলাকার হামদহ মোল্লাপাড়ার আবুল বাসারের পুত্র। আহত মোটরসাইকেল আরোহী আকাশ হোসেন সদর উপজেলার ঘোড়শাল গ্রামের আব্দুল মজিদের পুত্র। নিহত তানভীরের খালা রোকেয়া খাতুন জানান, তানভীর স্নাতক (সম্মান) শ্রেণির ছাত্র ছিল। তার স্ত্রী ও একটি শিশু সন্তান রয়েছে।

ঝিনাইদহ আরাপপুর হাইওয়ে পুলিশের ওসি মৃত্যুঞ্জয় বিশ্বাস জানান, গতকাল শনিবার দিবাগত রাত ৮টার দিকে বন্ধু আকাশ হোসেনকে নিয়ে মোটরসাইকেলে ঘুরতে বের হন তানভীর রহমান। তারা ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের ক্যাডেট কলেজ এলাকায় পৌঁছালে স্প্রিডব্রেকার পার হতে গিয়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপর আছড়ে পড়েন। এ সময় ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক তানভীর রহমান নিহত হন। 

আরাপপুর হাইওয়ে পুলিশের ওসি মৃত্যুঞ্জয় বিশ্বাস বলেন, এ ঘটনায় মরদেহ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। সদর থানায় এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।