বার্মিংহামে ইসলামিক সোসাইটির উদ্যোগে খাবার বিতরণ
যুক্তরাষ্ট্রের বার্মিংহামে অভাবী পরিবারগুলোর জন্য ৪২,০০০ খাবার প্রস্তুতের এক মহত্ ও নজিরবিহীন দাতব্য উদ্যোগ নেওয়া হয়েছে। ইসলামিক রিলিফ ইউএসএ-এর সহযোগিতায় বার্মিংহাম ইসলামিক সোসাইটি এই বৃহৎ মানবিক কার্যক্রম আয়োজন করে, যেখানে শত শত স্বেচ্ছাসেবক বিভিন্ন বয়স, পেশার সবাই একত্রিত হন একই লক্ষ্য নিয়ে—যাতে কোনোও পরিবার খাদ্য সংকটে না পড়ে এবং সমাজে মানবিকতার আলো ছড়িয়ে পড়ে।
বর্তমান সময়ে খাদ্য নিরাপত্তাহীনতা নাটকীয়ভাবে বৃদ্ধি পাচ্ছে এবং সরকারি সহায়তাও কমে আসছে—এমন প্রেক্ষাপটে এই উদ্যোগ স্থানীয় সমাজে নতুন আশার সঞ্চার করেছে।
আয়োজকরা জানান, মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে যে কমিউনিটির ভেতরে পারস্পরিক দায়িত্ববোধ খুবই প্রশংসনীয়। খুব শিগগিরই প্রস্তুত করা খাবারগুলো বার্মিংহামের বিভিন্ন পরিবারে পৌঁছে দেওয়া হবে। তবে বিতরণের তারিখ পরে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন আয়োজকরা।
ইসলামিক রিলিফ ইউএসএ-এর কমিউনিটি ফান্ড ডেভেলপমেন্টের সহকারী পরিচালক মোহাম্মদ আল-কানাওয়াতি বলেন, ‘আমাদের লক্ষ্য হলো মানুষের জন্য সত্যিকার অর্থে উপযোগী কিছু করা। যতদিন আমাদের কাছে সম্পদ থাকবে, ততদিন আমরা তা কমিউনিটির মাঝে ভাগ করে নিতে চাই।’ স্বেচ্ছাসেবক ইউসুফ নবী বলেন, ‘আমরা চাই সমাজ ইসলামকে তার প্রকৃত, সুন্দর ও মানবিক চেহারায় দেখুক। আমরা সেই ইতিবাচক ভাবমূর্তি গড়ে তুলতে কঠোর পরিশ্রম করে যাচ্ছি।’ (সূত্র : আলুকা নেটওয়ার্ক)