ঢাবিতে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সহায়তায় ছাত্রদলের ৭ হেল্প ডেস্ক
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা আগামীকাল শনিবার (৬ ডিসেম্বর) অনুষ্ঠিত হবে। এই পরীক্ষাকে কেন্দ্র করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত শিক্ষার্থী ও অভিভাবকদের ভোগান্তি কমাতে ক্যাম্পাসে সহায়তা কেন্দ্র (হেল্প ডেস্ক) ও মেডিকেল ক্যাম্প স্থাপনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা।
আজ ঢাবি ছাত্রদলের দপ্তর সম্পাদক মল্লিক ওয়াসি উদ্দিন তামী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সহায়তা দিতে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে মোট ৭টি সহায়তা কেন্দ্র এবং ১টি মেডিকেল ক্যাম্প থাকবে। ঢাবি ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস ও সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন শিক্ষার্থীদের পাশে থাকার অংশ হিসেবে এই কর্মসূচির অনুমোদন দিয়েছেন। তারা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল শিক্ষার্থীদের শিক্ষা জীবনের অগ্রযাত্রায় সহায়তা করতে সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ।
সংগঠনটি জানায়, পরীক্ষার দিন ক্যাম্পাসে আগত শিক্ষার্থী ও অভিভাবকদের বিড়ম্বনা এড়াতে এসব কেন্দ্র থেকে বেশ কিছু সেবা দেওয়া হবে। এর মধ্যে পরীক্ষার কেন্দ্র খুঁজে পেতে তথ্য সহায়তা, বিশুদ্ধ পানি ও স্যালাইনের ব্যবস্থা, অভিভাবকদের জন্য বসার ব্যবস্থা, জরুরি প্রয়োজনে পরীক্ষাকেন্দ্রে পৌঁছানোর জন্য যাতায়াত সুবিধা, প্রাথমিক চিকিৎসা সেবা ও সংশ্লিষ্ট অন্যান্য জরুরি সহায়তাসমূহ অন্তর্ভুক্ত থাকবে।
ক্যাম্পাসের যে ৭টি স্থানে ছাত্রদলের এই বুথগুলো পাওয়া যাবে সেগুলো হলো, ব্যবসায় শিক্ষা অনুষদ (এফবিএস), কলাভবনের মূল ফটক, হাকিম চত্বর, কাজী মোতাহার হোসেন ভবন, মোকাররম ভবন, উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এবং কার্জন হল সংলগ্ন এরিয়া। এছাড়া হাকিম চত্বরে মেডিকেল ক্যাম্পের কার্যক্রম পরিচালিত হবে।
এছাড়া যেকোনো জরুরি প্রয়োজনে শিক্ষার্থীদের সহায়তার জন্য একাধিক হটলাইন নম্বর (যেমন : ০১৭৩৫৮৪০০৯৭, ০১৭৮৮৫৩৭১১৩, ০১৭০৭০৭৬৯৩৩, ০১৬০০০১১৪৭৪) চালু রাখার কথা জানিয়েছে সংগঠনটি।