রোববার ০৯ নভেম্বর ২০২৫, কার্তিক ২৪ ১৪৩২, ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৭

ব্রেকিং

ফ্যাসিবাদগোষ্ঠি নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করলে জনগণই প্রতিরোধ করবে: আইজিপি বরিশালে মৎস্য দপ্তরের জব্দ করা জাটকা লুট শাহবাগে শিক্ষকদের ছত্রভঙ্গ, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ নির্বাচন নিয়ে কথা বলতে রাজশাহীতে আসিনি: আইন উপদেষ্টা এক মাসে লিবিয়া থেকে ফিরলেন ৯২৮ বাংলাদেশি ‘সোহরাওয়ার্দীতে গাঁজা বেচতে নিষেধ করায় সাম্যকে হত্যা’ কুমিল্লায় ছাত্রলীগের ঝটিকা মিছিল, ৪৪ নেতা-কর্মী গ্রেফতার নেত্রকোণায় মশাল মিছিল, নিষিদ্ধ ছাত্রলীগের ৭ নেতাকর্মী আটক ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে রাশিয়ার ভয়াবহ হামলা যুক্তরাষ্ট্রে শাটডাউনের কারণে সহস্রাধিক ফ্লাইট বাতিল ভোলায় নলকূপ খনন করলেই বেরিয়ে আসছে গ্যাস নেতানিয়াহুর বিরুদ্ধে তুরস্কের গ্রেপ্তারি পরোয়ানা ডিএনএ’র পথিকৃৎ জেমস ওয়াটসনের জীবনাবসান জম্মু-কাশ্মীরের ‍কুপওয়ারায় ভারতীয় বাহিনীর গুলিতে ‘২ সন্ত্রাসী নিহত’

খেলা

মুশফিকের সেঞ্চুরির ম্যাচে টানা দ্বিতীয় ড্র সিলেটের

 প্রকাশিত: ১৬:৩৪, ৫ নভেম্বর ২০২৫

মুশফিকের সেঞ্চুরির ম্যাচে টানা দ্বিতীয় ড্র সিলেটের

ঢাকা, ৪ নভেম্বর, ২০২৫ (বাসস) : জাতীয় ক্রিকেট লিগের ২৭তম আসরের দ্বিতীয় রাউন্ডে অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিমের সেঞ্চুরির ম্যাচে ঢাকা বিভাগের সাথে ড্র করল সিলেট বিভাগ। 

প্রথম রাউন্ডেও নিজ নিজ ম্যাচ ড্র করেছিল ঢাকা ও সিলেট। রংপুর বিভাগের সাথে ঢাকা এবং ময়মনসিংহের সাথে ড্র করেছিল সিলেট। ফলে ২ ম্যাচ শেষে সমান ৪ করে পয়েন্ট আছে ঢাকা ও সিলেটের। 

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি মাঠে তৃতীয় দিন শেষে ৯৩ রানে অপরাজিত ছিলেন মুশফিক। সেঞ্চুরি থেকে ৭ রান দূরে ছিলেন তিনি।

ম্যাচের চতুর্থ ও শেষ দিন প্রথম শ্রেণির ক্রিকেটে ১৯তম সেঞ্চুরির স্বাদ নেন মুশফিক। ঢাকার স্পিনার তাইবুর রহমানের বলে বোল্ড হন মুশফিক। ৮ চার ও ২ ছক্কায় ২০৫ বলে ১১৫ রান করেন তিনি। প্রথম ইনিংসে ২৯০ রানে অলআউট হয় সিলেট। প্রথম ইনিংসে ৩১০ রান করেছিল ঢাকা। 

বোলিংয়ে ঢাকা বিভাগের হয়ে ৫০ রানে ৪ উইকেট নেন পেসার রিপন মন্ডল। 

প্রথম ইনিংস থেকে পাওয়া ২০ রানের লিডকে সাথে নিয়ে দ্বিতীয় ইনিংসে খেলতে নেমে ৯৮ রানের সূচনা করে ঢাকা বিভাগ। ব্যক্তিগত ৩৬ রানে আউট হন আনিসুল ইসলাম ইমন। 

দ্বিতীয় উইকেটে ৭৭ রানের জুটিতে দলের লিড বড় করেন আরেক ওপেনার জিশান আলম ও আশিকুর রহমান শিবলি। সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়ে স্পিনার নাবিল সামাদের বলে ৯৪ রানে আউট হন জিশান। তার ১২৫ বলের সাজানো ইনিংসে ৯টি চার ও ৪টি ছক্কা ছিল। 

দলীয় ১৭৫ রানে জিশান ফেরার পর ২ উইকেটে ২২২ রানে ইনিংস ঘোষণা করে ঢাকা। সিবলি ৫৯ ও মার্শাল আইয়ুব ১৬ রানে অপরাজিত থাকেন। 

২৪ রানের টার্গেটে খেলতে নেমে ৪ ওভার ব্যাট করে বিনা উইকেটে ১৩ রান করে সিলেট। এরপর ম্যাচটি ড্র মেনে নেয় দু’দলের ক্রিকেটাররা।

ঢাকার হয়ে প্রথম ইনিংসে ১২২ রান করায় ম্যাচ সেরা হন অধিনায়ক ও উইকেটরক্ষক মাহিদুল ইসলাম অঙ্কন।