রাজশাহীতে আইডিইবি’র ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
রাজশাহী, ৮ নভেম্বর, ২০২৫ (বাসস) : ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) এর রাজশাহী জেলা শাখা তাদের ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মাধ্যমে উদযাপন করেছে।
‘দক্ষ জনশক্তি-দেশ গঠনের মূল ভিত্তি’ প্রতিপাদ্যকে সামনে রেখে আইডিইবি নেতৃবৃন্দ ও সদস্যরা আজ শনিবার সংগঠনের কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করে।
বেলুন, ফেস্টুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহীর অতিরিক্ত কমিশনার রেজাউল আলম সরকার। বিশেষ অতিথি ছিলেন আইডিইবি কেন্দ্রীয় কমিটির সদস্য প্রকৌশলী তোয়াব আলী মুকুল।
সভায় সভাপতিত্ব করেন আইডিইবি রাজশাহী শাখার আহ্বায়ক এআর জামিল ইদি।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী আবুল কালাম আজাদ, রাজশাহী সিটি কর্পোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আহমদ আল মুইদ এবং আইডিইবি’র কেন্দ্রীয় উপদেষ্টা আবু বকর সিদ্দিক।
বক্তারা একমত হয়ে বলেন, দেশের স্বাধীনতার পর থেকে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জাতীয় সম্পদ হিসেবে অভিহিত করেন এবং বলেন, এই সম্পদের যথাযথ ব্যবহার জাতীয় উন্নয়নের লক্ষ্যে পৌঁছাতে সহায়ক হতে পারে।
বক্তারা উন্নয়ন কর্মকাণ্ডে স্বচ্ছতার ওপর গুরুত্বারোপ করে বলেন, আন্তরিকতা ও সততার সঙ্গে সেবা প্রদানই একটি সমৃদ্ধ ও আত্মনির্ভরশীল জাতি গঠনের পূর্বশর্ত।