শনিবার ০৮ নভেম্বর ২০২৫, কার্তিক ২৪ ১৪৩২, ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৭

ব্রেকিং

শহীদ মিনারে লাগাতার অবস্থানে প্রাথমিকের সহকারী শিক্ষকরা ‘সোহরাওয়ার্দীতে গাঁজা বেচতে নিষেধ করায় সাম্যকে হত্যা’ কুমিল্লায় ছাত্রলীগের ঝটিকা মিছিল, ৪৪ নেতা-কর্মী গ্রেফতার নেত্রকোণায় মশাল মিছিল, নিষিদ্ধ ছাত্রলীগের ৭ নেতাকর্মী আটক ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে রাশিয়ার ভয়াবহ হামলা যুক্তরাষ্ট্রে শাটডাউনের কারণে সহস্রাধিক ফ্লাইট বাতিল ভোলায় নলকূপ খনন করলেই বেরিয়ে আসছে গ্যাস শেরপুরে মায়ের পিছু পিছু সড়কে গিয়ে প্রাণ গেল শিশুর নেতানিয়াহুর বিরুদ্ধে তুরস্কের গ্রেপ্তারি পরোয়ানা ডিএনএ’র পথিকৃৎ জেমস ওয়াটসনের জীবনাবসান জম্মু-কাশ্মীরের ‍কুপওয়ারায় ভারতীয় বাহিনীর গুলিতে ‘২ সন্ত্রাসী নিহত’

রাজনীতি

কুমিল্লায় ছাত্রলীগের ঝটিকা মিছিল, ৪৪ নেতা-কর্মী গ্রেফতার

 প্রকাশিত: ১৪:১৭, ৮ নভেম্বর ২০২৫

কুমিল্লায় ছাত্রলীগের ঝটিকা মিছিল, ৪৪ নেতা-কর্মী গ্রেফতার

কুমিল্লা  জেলার বিভিন্ন স্থান থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিলের অভিযোগে ৪৪ নেতা-কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

গতকাল শুক্রবার রাতে থেকে আজ শনিবার ভোর পযন্ত পরিচালিত অভিযানে তাদের গ্রেফতার করা হয়।

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীরা গতকাল শুক্রবার জুম্মার নামাজের সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঝটিকা মিছিল করে। 

এ ঘটনায় জেলার বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে জেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক শের এ আলমসহ নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের মোট ৪৪ নেতা-কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

জেলা অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুল হক চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, গ্রেফতার এড়াতে কিছু নেতা-কর্মী বিএনপির কর্মসূচিতে যোগ দেওয়ার কথা বলে মহাসড়কের নির্দিষ্ট স্থানে জড়ো হয়ে ঝটিকা মিছিল করে। পরবর্তীতে তথ্য পাওয়া যায়, কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশে তারা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের মাধ্যমে নাশকতা করার পরিকল্পনা করেছিল।

পুলিশ আরো জানায়, শুক্রবার গভীর রাতে কুমিল্লার বিভিন্ন স্থানে একযোগে অভিযান চালিয়ে এই ব্যক্তিদের গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, বিদেশে পলাতক সাবেক এমপি আ. ক. ম বাহা উদ্দিন বাহার কয়েকজন নেতাকে অর্থ পাঠিয়ে সরকারবিরোধী কর্মকাণ্ডে প্ররোচনা দিচ্ছে।

অতিরিক্ত পুলিশ সুপার আরো বলেন, ‘রাষ্ট্রবিরোধী ও অপরাধমূলক কর্মকাণ্ডের মাধ্যমে জননিরাপত্তা বিঘ্ন ও বিশৃঙ্খলা সৃষ্টি করায় জেলার বিভিন্ন স্থান থেকে ৪৪ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।