রোববার ০৯ নভেম্বর ২০২৫, কার্তিক ২৪ ১৪৩২, ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৭

ব্রেকিং

ফ্যাসিবাদগোষ্ঠি নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করলে জনগণই প্রতিরোধ করবে: আইজিপি বরিশালে মৎস্য দপ্তরের জব্দ করা জাটকা লুট শাহবাগে শিক্ষকদের ছত্রভঙ্গ, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ নির্বাচন নিয়ে কথা বলতে রাজশাহীতে আসিনি: আইন উপদেষ্টা এক মাসে লিবিয়া থেকে ফিরলেন ৯২৮ বাংলাদেশি ‘সোহরাওয়ার্দীতে গাঁজা বেচতে নিষেধ করায় সাম্যকে হত্যা’ কুমিল্লায় ছাত্রলীগের ঝটিকা মিছিল, ৪৪ নেতা-কর্মী গ্রেফতার নেত্রকোণায় মশাল মিছিল, নিষিদ্ধ ছাত্রলীগের ৭ নেতাকর্মী আটক ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে রাশিয়ার ভয়াবহ হামলা যুক্তরাষ্ট্রে শাটডাউনের কারণে সহস্রাধিক ফ্লাইট বাতিল ভোলায় নলকূপ খনন করলেই বেরিয়ে আসছে গ্যাস নেতানিয়াহুর বিরুদ্ধে তুরস্কের গ্রেপ্তারি পরোয়ানা ডিএনএ’র পথিকৃৎ জেমস ওয়াটসনের জীবনাবসান জম্মু-কাশ্মীরের ‍কুপওয়ারায় ভারতীয় বাহিনীর গুলিতে ‘২ সন্ত্রাসী নিহত’

জাতীয়

৭ নভেম্বর শুরু হওয়া দলকে সংস্কার শেখাতে হবে না : মওদুদ হোসেন আলমগীর পাভেল

 প্রকাশিত: ২৩:১০, ৮ নভেম্বর ২০২৫

৭ নভেম্বর শুরু হওয়া দলকে সংস্কার শেখাতে হবে না : মওদুদ হোসেন আলমগীর পাভেল

বগুড়া, ৮ নভেম্বর, ২০২৫ (বাসস) : বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল বলেছেন, ১৯৭৫ সালে ৭ নভেম্বর যে দলটি সংস্কারের সূচনা করেছিল সেই দলকে অন্ততপক্ষে সংস্কার শেখাতে হবে না।

আজ শনিবার সন্ধ‍্যায় বগুড়া শহরের শহীদ টিটু মিলনায়তনে জেলা বিএনপির আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

ডা. মওদুদ বলেন, বগুড়ার এই মাটিতে স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্ম দিয়েছে। এই মাটি একজন পুত্রবধূকে পেয়েছে যিনি গণতন্ত্রকে মুক্ত করেছেন। মানুষের ভোটের অধিকার ফেরত দিয়েছেন।

তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মতো একজন ব্যক্তিত্বকে এই মাটি ধারণ করেছেন যিনি আগামী দিনের বাংলাদেশেকে গড়ে তুলবেন।

তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর ১৯৭৫ সালের ৭ই নভেম্বরে যে সময় দেশ পরিচালনার দায়িত্ব পেয়েছিলেন, তখন দেশ দেখার কেউ ছিল না। তখন বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট, পাশের দেশের যে পরিমাণ চাপ, আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের দুর্দশাগ্রস্ত অবস্থায়, সেই সময় জিয়াউর রহমান সংবিধানে বিসমিল্লাহির রাহমানির রাহিম সংযুক্ত করেছিলেন। তাই বিএনপির সঙ্গে ইসলাম যুক্ত করার প্রয়োজন হয়নি।

বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশার সভাপতিত্বে সভায় আলোচক হিসেবে বক্তৃতা করেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা সাবেক মেয়র অ্যাডভোকেট মাহবুবর রহমান, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও কৃষকদল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি সাবেক সংসদ সদস্য মো. হেলালুজ্জামান তালুকদার লালু, নওগাঁ বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোহা: হাসানাত আলী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন অধ্যাপক কাওসার হাসান টগর, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাবেক এমপি মোশারফ হোসেন, বগুড়া প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু প্রমুখ।