রোববার ০৯ নভেম্বর ২০২৫, কার্তিক ২৪ ১৪৩২, ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৭

ব্রেকিং

ফ্যাসিবাদগোষ্ঠি নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করলে জনগণই প্রতিরোধ করবে: আইজিপি বরিশালে মৎস্য দপ্তরের জব্দ করা জাটকা লুট শাহবাগে শিক্ষকদের ছত্রভঙ্গ, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ নির্বাচন নিয়ে কথা বলতে রাজশাহীতে আসিনি: আইন উপদেষ্টা এক মাসে লিবিয়া থেকে ফিরলেন ৯২৮ বাংলাদেশি ‘সোহরাওয়ার্দীতে গাঁজা বেচতে নিষেধ করায় সাম্যকে হত্যা’ কুমিল্লায় ছাত্রলীগের ঝটিকা মিছিল, ৪৪ নেতা-কর্মী গ্রেফতার নেত্রকোণায় মশাল মিছিল, নিষিদ্ধ ছাত্রলীগের ৭ নেতাকর্মী আটক ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে রাশিয়ার ভয়াবহ হামলা যুক্তরাষ্ট্রে শাটডাউনের কারণে সহস্রাধিক ফ্লাইট বাতিল ভোলায় নলকূপ খনন করলেই বেরিয়ে আসছে গ্যাস নেতানিয়াহুর বিরুদ্ধে তুরস্কের গ্রেপ্তারি পরোয়ানা ডিএনএ’র পথিকৃৎ জেমস ওয়াটসনের জীবনাবসান জম্মু-কাশ্মীরের ‍কুপওয়ারায় ভারতীয় বাহিনীর গুলিতে ‘২ সন্ত্রাসী নিহত’

খেলা

নতুন চুক্তির আওতায় বেতন বাড়ল নারী ক্রিকেটারদের

 প্রকাশিত: ১৬:২৪, ৫ নভেম্বর ২০২৫

নতুন চুক্তির আওতায় বেতন বাড়ল নারী ক্রিকেটারদের

নতুন কেন্দ্রীয় চুক্তির আওতায় থাকা নারী ক্রিকেটারদের বেতন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 

সংশোধিত বেতন কাঠামোর আওতায় নারী ক্রিকেটারদের ৩৫ শতাংশ বেতন বৃদ্ধির পাশাপাশি দৈনিক ভাতা এবং ট্যুর ফি বেড়েছে। 

২০২৫ সালের জুলাই থেকে এক বছরের জন্য নতুন কাঠামোটি কার্যকর হবে।

সোমবার পরিচালনা পর্ষদের সভায় নতুন বেতন কাঠামো অনুমোদন করেছে বিসিবি। 

সভা শেষে এক সংবাদ সম্মেলনে বিসিবি মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন বলেন, ‘যারা চুক্তিতে আছে, তাদের বেতন ৩৫ শতাংশ বাড়ানো হয়েছে। এটি ২০২৫ সালের জুলাই থেকে কার্যকর হবে।’

তিনি আরও বলেন, ‘এছাড়াও দৈনিক ভাতা ৫০ ডলার থেকে ৭৫ ডলার করা হয়েছে। ট্যুর ফি ২৫ ডলার থেকে বাড়িয়ে ৫০ ডলার করা হয়েছে।’

নতুন কাঠামোতে ‘এ’ গ্রেডের খেলোয়াড়রা প্রতি মাসে ১ লাখ ৬০ হাজার টাকা বেতন পাবে। যা আগে ছিল ১ লাখ ২০ হাজার টাকা। সবচেয়ে নীচে গ্রেড ‘ডি’ ক্রিকেটাররা পাবেন ৮০ হাজার টাকা। যা আগে ছিল ৬০ হাজার টাকা। 

বিসিবি প্রকাশিত তালিকা অনুসারে, ‘এ’ গ্রেডে তিনজন খেলোয়াড় আছেন। তারা হলেন- অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি, বাঁ-হাতি স্পিনার নাহিদা আক্তার এবং ব্যাটার শারমিন আক্তার সুপ্তা।

‘বি’ গ্রেডে থাকা ছয়জন ক্রিকেটার প্রতি মাসে ১ লাখ ৩৫ হাজার টাকা করে বেতন পাবেন। এই গ্রেডে আছেন- ফারজানা হক পিঙ্কি, রিতু মনি, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, রাবেয়া খান এবং সোবহানা মোস্তারি। 

‘সি’ গ্রেডে একমাত্র খেলোয়াড় স্বর্ণা আকতার। এই গ্রেডের বেতন প্রতি মাসে ৯৫ হাজার। ‘ডি’ গ্রেডে আছেন- সুমাইয়া আকতার, ফারিহা ইসলাম, রুবাইয়া হায়দার ঝিলিক, সানজিদা আকতার ও নিশিতা আকতার। 

জাতীয় দলের অধিনায়ক প্রতি মাসে অতিরিক্ত ৩০ হাজার এবং সহ-অধিনায়ক ২০ হাজার টাকা পাবেন। 

কেন্দ্রীয় চুক্তির বাইরে থাকা কোন খেলোয়াড়কে যদি জাতীয় দলে ডাকা হয় তবে তাকে ডি ক্যাটাগরির খেলোয়াড় হিসেবে তালিকাভুক্ত করা হবে।