রোববার ০৯ নভেম্বর ২০২৫, কার্তিক ২৪ ১৪৩২, ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৭

ব্রেকিং

ফ্যাসিবাদগোষ্ঠি নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করলে জনগণই প্রতিরোধ করবে: আইজিপি বরিশালে মৎস্য দপ্তরের জব্দ করা জাটকা লুট শাহবাগে শিক্ষকদের ছত্রভঙ্গ, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ নির্বাচন নিয়ে কথা বলতে রাজশাহীতে আসিনি: আইন উপদেষ্টা এক মাসে লিবিয়া থেকে ফিরলেন ৯২৮ বাংলাদেশি ‘সোহরাওয়ার্দীতে গাঁজা বেচতে নিষেধ করায় সাম্যকে হত্যা’ কুমিল্লায় ছাত্রলীগের ঝটিকা মিছিল, ৪৪ নেতা-কর্মী গ্রেফতার নেত্রকোণায় মশাল মিছিল, নিষিদ্ধ ছাত্রলীগের ৭ নেতাকর্মী আটক ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে রাশিয়ার ভয়াবহ হামলা যুক্তরাষ্ট্রে শাটডাউনের কারণে সহস্রাধিক ফ্লাইট বাতিল ভোলায় নলকূপ খনন করলেই বেরিয়ে আসছে গ্যাস নেতানিয়াহুর বিরুদ্ধে তুরস্কের গ্রেপ্তারি পরোয়ানা ডিএনএ’র পথিকৃৎ জেমস ওয়াটসনের জীবনাবসান জম্মু-কাশ্মীরের ‍কুপওয়ারায় ভারতীয় বাহিনীর গুলিতে ‘২ সন্ত্রাসী নিহত’

খেলা

সালমানের সেঞ্চুরিতে প্রথম ড্র’র স্বাদ নিল বরিশাল

 প্রকাশিত: ১৬:২০, ৫ নভেম্বর ২০২৫

সালমানের সেঞ্চুরিতে প্রথম ড্র’র স্বাদ নিল বরিশাল

জাতীয় ক্রিকেট লিগে ২৭তম আসরে প্রথম ড্র’র স্বাদ নিল চট্টগ্রাম বিভাগ ও বরিশাল বিভাগ। দ্বিতীয় রাউন্ডের ম্যাচ ড্র করেছে তারা। 

প্রথম রাউন্ডে চট্টগ্রাম ১১২ রানের বড় ব্যবধানে হারায় রাজশাহী বিভাগকে। নিজেদের প্রথম ম্যাচে খুলনা বিভাগের কাছে ৭ উইকেটে হেরেছিল বরিশাল। তাই ২ ম্যাচ খেলে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে চট্টগ্রাম। সমানসংখ্যক ম্যাচে ২ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে বরিশাল। 

কক্সবাজার আন্তর্জাতিক স্টেডিয়ামে বৃষ্টির কারণে আউটফিল্ড ভেজা থাকায় তৃতীয় দিন মাত্র ১৫ ওভার খেলা হয়। এসময় চট্টগ্রামের ৩৫৮ রানের জবাবে দিন শেষে ৫৫ ওভারে ২ উইকেটে ১৬৬ রান করেছিল বরিশাল। ৮ উইকেট হাতে নিয়ে ১৯২ রানে পিছিয়ে ছিল তারা। দুই ব্যাটার জাহিদুজ্জামান ৩২ ও সালমান হোসেন ইমন ৭৫ রানে অপরাজিত ছিলেন।

চতুর্থ দিন সালমানের দারুণ সেঞ্চুরিতে ৪ উইকেটে ২৫৯ রানে ইনিংস ঘোষণা করে বরিশাল। ১২টি চারে ২৪২ বলে অনবদ্য ১২০ রান করেন সালমান। ৪৩ রানে আউট হন জাহিদুজ্জামান।  

চট্টগ্রামের হাসান মুরাদ ২টি, এনামুল হক ও নাইম হাসান ১টি করে উইকেট নেন।

প্রথম ইনিংসে ৯৯ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে ৪ ওভার ব্যাট করে ইনিংস ঘোষণা করে চট্টগ্রাম। এসময় বিনা উইকেটে ৩৫ রান করে তারা। মাহমুদুল হাসান জয় ২৫ ও সাদিকুর রহমান ১০ রানে অপরাজিত থাকেন। 

১৩৫ রানের টার্গেট রান তাড়া করতে নেমে ৯ ওভার ব্যাট করে বিনা উইকেটে ১৯ রান করে বরিশাল। এরপর দু’দল ম্যাচটি ড্র মেনে নেয়। 

অপরাজিত ১২০ রানের সুবাদে ম্যাচ সেরা হন বরিশালের সালমান।