শুক্রবার ১৯ সেপ্টেম্বর ২০২৫, আশ্বিন ৩ ১৪৩২, ২৬ রবিউল আউয়াল ১৪৪৭

স্বাস্থ্য

২৪ ঘণ্টায় মৃত্যু৭৭, শনাক্ত ২৯৫৫ জন

 প্রকাশিত: ১৬:৩৫, ২৮ এপ্রিল ২০২১

২৪ ঘণ্টায় মৃত্যু৭৭, শনাক্ত ২৯৫৫ জন

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৭৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁডিয়েছে ১১ হাজার ৩০৫ জনে।

এছাড়া ২৪ ঘণ্টায় নতুন রোগী শনাক্ত হয়েছে ২ হাজার ৯৫৫ জন। এ পর্যন্ত দেশে মোট ৭ লাখ ৫৪ হাজার ৬১৪ জনের করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে।

বুধবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে, গতকাল মঙ্গলবার করোনাভাইরাসে আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয় ৩ হাজার ৩১ জন ও মৃত্যু হয় ৭৮ জনের। সে হিসেবে আজ আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা কমেছে। 

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত প্রথম একজনের মৃত্যু হয়।

অনলাইন নিউজ পোর্টাল