শনিবার ০৬ ডিসেম্বর ২০২৫, অগ্রাহায়ণ ২২ ১৪৩২, ১৫ জমাদিউস সানি ১৪৪৭

আন্তর্জাতিক

ফিফা শান্তি পুরস্কার চালু হল ট্রাম্পকে দিয়ে

 প্রকাশিত: ১৩:১৭, ৬ ডিসেম্বর ২০২৫

ফিফা শান্তি পুরস্কার চালু হল ট্রাম্পকে দিয়ে

বৈশ্বিক ফুটবল সংস্থা ফিফার প্রথম শান্তি পুরস্কারে ভূষিত হলেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।

শুক্রবার ২০২৬ ফিফা বিশ্বকাপের ড্র-র আগে তিনি এ পুরস্কার নেন বলে জানিয়েছে বিবিসি।

ফিফার প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো চলতি বছর থেকে এ পুরস্কার চালু করেছেন। দেওয়া হচ্ছে এমন ব্যক্তিকে যিনি ‘শান্তির জন্য অসাধারণ ও অনন্য পদক্ষেপ নিয়েছেন’ এবং ‘সারা বিশ্বের মানুষকে ঐক্যবদ্ধ করেছেন’।

বিশ্বকাপের ড্র-তে ইনফান্তিনোর সঙ্গে হাজির হওয়া ট্রাম্পই যে এবারের পুরস্কার পেতে যাচ্ছেন, তা আগে থেকেই ধারণা করা হচ্ছিল। গত কয়েক মাসে ফিফা প্রেসিডেন্টের সঙ্গে তাকে বেশ ক’বার একসঙ্গে দেখাও গেছে।

শুক্রবার ওয়াশিংটন ডিসিতে জন এফ কেনেডি সেন্টার ফর দ্য পারফর্মিং আর্টসে বিশাল এক সোনালি ট্রফির পাশাপাশি ইনফান্তিনোর কাছ থেকে একটি পদক ও সার্টিফিকেটও পান ট্রাম্প।

অনুষ্ঠানে দেওয়া বক্তৃতায় ট্রাম্প বলেন, তিনি কূটনৈতিক হস্তক্ষেপের মাধ্যমে ‘কোটি কোটি প্রাণ বাঁচিয়েছেন’ এবং ‘শুরুর আগেই অনেক যুদ্ধ থামিয়ে দিয়েছেন’।

“এটা সত্যিই আমার জীবনের অন্যতম সেরা সম্মান,” পুরস্কারে ভূষিত হয়ে বলেন মার্কিন প্রেসিডেন্ট।

২০২৬ বিশ্বকাপ টিকেট বিক্রির নতুন রেকর্ড করেছে বলেও দাবি করেন তিনি।

“জিয়ান্নি অসাধারণ কাজ করেছেন। এটা আপনার (ইনফান্তিনো) ও খেলা হিসেবে ফুটবল বা যাকে আমরা সকার বলি, তার প্রতি চমৎকার এক উপহার। এই (টিকেট) সংখ্যা যা আমরা সম্ভব ভেবেছিলাম, তাকেও ছাড়িয়ে গেছে।

“বিশ্ব এখন অনেক বেশি নিরাপদ। এক বছর আগেও যুক্তরাষ্ট্র খুব একটা ভালো করছিল না, এখন আমরা এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় দেশ,” বলেছেন ট্রাম্প।

২০২৬ সালের বিশ্বকাপ তিন দেশ মিলে আয়োজন করছে। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে আগামী বছরের ১১ জুন থেকে শুরু করে ১৯ জুলাই পর্যন্ত এ বৈশ্বিক আয়োজন হতে যাচ্ছে।

ড্র-র আনুষ্ঠানিক উদ্বোধনে অংশ নিতে পরে ট্রাম্প ফের মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবাউম ও কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির সঙ্গে মঞ্চে ওঠেন। পরে তারা ইনফান্তিওর তোলা এক সেলফির জন্য পোজও দেন।

টিকেট বিক্রির প্রসঙ্গে বলার পর ট্রাম্প আমেরিকান ফুটবল আর বিশ্বব্যাপী যে খেলাকে আমেরিকায় ‘সকার’ নামে ডাকা হয়, তার নামের দ্বন্দ্ব নিয়ে মজাও করেন।

“এনএফএলের জন্য আমাদের আরেকটা নাম বের করতে হবে। এটা ফুটবল, এখানে যুক্তরাষ্ট্রে আমরা একে সকার ডাকি, অথচ এটা সত্যিকারের ফুটবল। আমরা যে একে সকার ডাকি এর কোনো মানে হয় না,” বলেছেন তিনি।