মঙ্গলবার ৩০ ডিসেম্বর ২০২৫, পৌষ ১৬ ১৪৩২, ১০ রজব ১৪৪৭

আন্তর্জাতিক

সৌদি আরবের জিজান প্রদেশে রকেট হামলায় আহত ৫

 প্রকাশিত: ০৮:৫৬, ২১ সেপ্টেম্বর ২০২০

সৌদি আরবের জিজান প্রদেশে রকেট হামলায় আহত ৫

দেশটির অন্তত পাঁচ নাগরিক আহত হয়েছেন সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় জিজান প্রদেশে রকেট হামলায়। তাদর উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

জানা যায়, ইয়েমেনের হুতিরা এই হামলা চালিয়েছে। সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের খবরে এ তথ্য জানানো হয়েছে।

সৌদি রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এসপিএ জানিয়েছে, জিজান প্রদেশের সীমান্ত এলাকার একটি গ্রামে রকেট হামলা চালানো হয়েছে। এতে তিনটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি পাঁচ বেসামরিক নাগরিক আহত হয়েছেন।

তবে এ বিষয়ে হুতিদের কোনো মন্তব্য পাওয়া যায়নি। ইয়েমেনে পাঁচ বছরের বেশি সময় ধরে ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াই চালিয়ে আসছে সৌদি নেতৃত্বাধীন জোট। হুতি বিদ্রাহীরা প্রায়ই সৌদি আরবের অভ্যন্তরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে থাকে। বিশেষ করে সৌদি জোটকে লক্ষ্যবস্তু বানিয়ে এ হামলা চালানো হয়।

অনলাইন নিউজ পোর্টাল