সোমবার ০৮ ডিসেম্বর ২০২৫, অগ্রাহায়ণ ২৩ ১৪৩২, ১৭ জমাদিউস সানি ১৪৪৭

ব্রেকিং

এনসিপিসহ তিন দলের ‘গণতান্ত্রিক সংস্কার জোট’ যেকোনো মূল্যে দুর্নীতির লাগাম টানতে হবে: তারেক রহমান ‘রাষ্ট্রের ২৪ কোটি টাকা ক্ষতি’, সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিরুদ্ধে অনুসন্ধানে দুদক রোজা ও পূজা বিতর্ক: শিশির মনিরের বিরুদ্ধে মামলা ডিজির সঙ্গে তর্ক: নিঃশর্ত ক্ষমা চাইলেন সেই চিকিৎসক মার্কিন নাগরিকের সেই মামলায় শওকত মাহমুদ আটক চলতি সপ্তাহেই জাতীয় নির্বাচন ও গণভোটের তফসিল: নির্বাচন কমিশন ধর্মের নামে দেশে ‘বিভাজন তৈরির চেষ্টা চলছে’: মির্জা ফখরুল কওমি মাদরাসার স্বীকৃত ডিগ্রিধারীরা কাজী হতে পারবেন রংপুরে মুক্তিযোদ্ধা ও স্ত্রীকে গলা কেটে হত্যা চীনা সামরিক বিমানের রাডার লকে ক্ষুব্ধ টোকিও ‘মিনেসোটা প্রোটোকল’ মেনেই জুলাই শহীদদের শনাক্ত করা হবে: সিআইডি মেসির জাদুতে মায়ামির বাজিমাত, ঘরে তুলল প্রথম এমএলএস কাপ ভারতের গোয়ায় নাইটক্লাবে অগ্নিকাণ্ডে ২৩ জনের মৃত্যু

আন্তর্জাতিক

যাত্রীদের বিমানবন্দরে করোনা পরীক্ষা বাধ্যতামূলক করলো জার্মানি

 প্রকাশিত: ২০:৪৪, ২৮ জুলাই ২০২০

যাত্রীদের বিমানবন্দরে করোনা পরীক্ষা বাধ্যতামূলক করলো জার্মানি

করোনার উচ্চ ঝুঁকিপূর্ণ দেশ থেকে আসা যাত্রীদের জন্য করোনা পরীক্ষা বাধ্যতামূলক করেছে জার্মানি। এছাড়া দেশটিতে ফের সংক্রমণের হার দ্রুত বেড়ে চলায় জনসাধারণের জন্য কড়াকড়ি আরোপ করছে দেশটির সরকার।

সোমবার জার্মানির ফেডারেল স্বাস্থ্যমন্ত্রী ঘোষণা করেন যে, উচ্চ ঝুঁকিপূর্ণ দেশ থেকে আগত মানুষদের জন্য বিমানবন্দরে করোনা পরীক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে। বর্তমানে মোট ১৩০টি দেশকে উচ্চ ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে জার্মানি। তবে দৈনিক ভিত্তিতে সেই তালিকা খতিয়ে দেখা হচ্ছে।

এর আগে, জার্মানির সব মানুষের জন্য বিনামূল্যে করোনা পরীক্ষার সিদ্ধান্ত নেয় ফেডারেল ও রাজ্য স্তরের স্বাস্থ্যমন্ত্রীরা। গত সপ্তাহ থেকে বিমানবন্দরে সেই পরীক্ষা ব্যবস্থা চালু করা হয়। তবে সেটি বাধ্যতামূলক না হওয়ায় সমালোচনার ঝড় ওঠে দেশটিতে। এরপরেই বিমানবন্দরে করোনা পরীক্ষা বাধ্যতামূলক করা হয়। এই পদক্ষেপের জন্য প্রয়োজনীয় আইনি ভিত্তি স্থির করা হচ্ছে।

বিমানবন্দর ছাড়াও বেশকিছু রেলস্টেশন ও সড়ক সীমান্তে করোনা পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। সোমবার বাভেরিয়ার মুখ্যমন্ত্রী ঘোষণা করেন যে, মিউনিখ, নুরেমবার্গ রেলস্টেশন ও সীমান্তের ৩টি জায়গায় করোনা পরীক্ষা করা হবে।

জানা গেছে, গ্রীষ্মের ছুটি কাটাতে জার্মানির অনেক মানুষ করোনার উচ্চ ঝুঁকিপূর্ণ দেশ বা অঞ্চলে ভ্রমণে যাচ্ছে। এরপর ছুটি কাটিয়ে অনেকেই করোনায় সংক্রামিত হয়ে দেশে ফিরছে। দেশটিতে এমন দৃষ্টান্ত বেড়েই চলেছে। ফলে এমন পদক্ষেপ নিলো দেশটি।

অনলাইন নিউজ পোর্টাল