বুধবার ২২ অক্টোবর ২০২৫, কার্তিক ৭ ১৪৩২, ২৯ রবিউস সানি ১৪৪৭

ব্রেকিং

ডেঙ্গু: এ বছর মৃত্যু ২৫০ ছাড়াল ১ হাজার ৯৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প একনেক সভায় অনুমোদন বাংলাদেশ ব্যাংকের স্বাধীনতা ছাড়া অর্থনৈতিক কাঠামো গড়ে উঠবে না: আমীর খসরু প্রধান উপদেষ্টার আশা, শিক্ষকরা নবউদ্যমে শ্রেণিকক্ষে ফিরবেন জোবায়েদ-বর্ষা-মাহিরের প্রেমের দ্বন্দ্বে খুন, গ্রেপ্তার ৩ শাহজালালে আগুন: নিজেদের দায় এড়ালেন বেবিচক চেয়ারম্যান বাসা ভাড়া বাড়ানোর ঘোষণায় এমপিওভুক্ত শিক্ষকদের আন্দোলন প্রত্যাহার এমপিওভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া ভাতা ১৫ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত সরকারের জাপানের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন তাকাইচি ‘অর্থ পাচার’: ১০ শিল্পগোষ্ঠীর তালিকা থেকে জেমকন বাদ, যোগ হল প্রিমিয়ার তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফেরাতে আপিল শুনানি শুরু ইউরোপে অবৈধ অভিবাসীর ঢল নামাতে ‘পাচারকারীদের সঙ্গে জড়িত রাশিয়া’

আন্তর্জাতিক

ভারতে যাওয়ার কারনে করোনায় আক্রান্ত হচ্ছেন বাংলাদেশিরা

 প্রকাশিত: ০৯:৩৭, ৪ এপ্রিল ২০২১

ভারতে যাওয়ার কারনে  করোনায় আক্রান্ত হচ্ছেন বাংলাদেশিরা

ভারতে চিকিৎসায় গিয়েও করোনা আক্রান্ত হয়েছে অনেক বাংলাদেশি। বেনাপোল স্থল বন্দরের ইমিগ্রেশনে ভারত ফেরত এক পাসর্পোটধারী যাত্রীর শরীরে করোনা পজটিভ শনাক্ত হয়েছে।

 ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ এক করোনা পজেটিভ যাত্রীকে বাংলাদেশ ইমিগ্রেশন স্বাস্থ্য কর্মীদের হাতে তুলে দেয়।

করোনা আক্রান্ত যাত্রীকে নিরাপদে রাখতে ইমিগ্রেশন থেকে যশোর বক্ষব্যাধি হাসপাতালে নেওয়া হয়। এনিয়ে গত এক বছরে প্রায় ১৫-১৬ জন বাংলাদেশি যাত্রী ভারতে গিয়ে করোনা আক্রান্ত হয়ে দেশে ফিরেছে।
এদিকে ভারত ফেরত যাত্রী করোনা পজেটিভ খরব ছড়িয়ে পড়লে ইমিগ্রেশন ভবনে অবস্থানরত পাসপোর্টধারী যাত্রীসহ সর্বসাধারণের মধ্যে ভীতি ছড়িয়ে পড়ে। এসময় সবার মধ্যে নানান সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের প্রবণতা দেখা যায়।

বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব জানান, দেশে করোনা আক্রান্ত ও মৃত্যুহার বেড়ে যাওয়ায় সংক্রমণ রোধে সামাজিক দূরত্ব, মাস্ক ব্যবহারসহ সবাইকে সতর্ক থাকতে নির্দেশনা দেওয়া হয়েছে। সব সময় যোগাযোগ রাখা হচ্ছে ইমিগ্রেশন স্বাস্থ্য কর্মীদের সাথে।

জানা গেছে, প্রতিবেশী দেশ ভারত ও বাংলাদেশের মধ্যে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়লে প্রতিরোধে দুই দেশের সরকার বিভিন্ন সচেতনতামূলক পদক্ষেপ গ্রহণ করে। এর মধ্যে ভারত সরকারের নেওয়া পদক্ষেপে গত বছরের ১৩ মার্চ দুই দেশের মধ্যে সব ধরনের পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াতে নিষেধাজ্ঞা জারি করা হয়। পরবর্তীতে পরিস্থিতি কিছুটা শিথিল হলে টানা ৫ মাস পর গত বছরের ১৪ আগস্ট থেকে  শর্ত সাপেক্ষে শুধু মেডিকেল, বিজনেস আর কূটনৈতিক ভিসা সচল করা হয়। এখন পর্যন্ত বন্ধ রয়েছে ট্যুরিস্ট ভিসায় ভারত ভ্রমণ। বর্তমানে ভারত প্রবেশে আরটিপিসিআর থেকে ৭২ ঘণ্টার মধ্যে পরীক্ষা করানো নেগেটিভ সনদ লাগছে। ভারত থেকে ফেরার সময়ও একই নিয়ম সব দেশের যাত্রীদের জন্য প্রজোয্য বলে জানা যায়।

অনলাইন নিউজ পোর্টাল